তালিস্কা

এন্দারসন সৌজা কনসেইসাও (জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৯৪), এন্দারসন তালিস্কা বা সহজভাবে তালিস্কা নামেও পরিচিত, হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি বেনফিকা হতে বেশিকতাসে ধারে একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় বা আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

এন্দারসন তালিস্কা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এন্দারসন সৌজা কনসেইসাও
জন্ম (1994-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯৪
জন্ম স্থান ফেইরা দে সান্তানা, ব্রাজিল
উচ্চতা ১.৯১ মি (৬ ফু ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় /
আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বেশিকতাস
(বেনফিকা হতে ধারে)
জার্সি নম্বর ৯৪
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৭ ভাস্কো দা গামা
২০০৯–২০১৩ বাহিয়া
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৩–২০১৪ বাহিয়া ৩০ (৪)
২০১৪– বেনফিকা ৫২ (১২)
২০১৬–বেশিকতাস (ধার) ৫১ (২৬)
জাতীয় দল
২০১৩ ব্রাজিল অনূর্ধ্ব-২০ (০)
২০১৪– ব্রাজিল অনূর্ধ্ব-২৩ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২৩ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৯ মার্চ ২০১৫ তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান

২৩ এপ্রিল ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
ক্লাব মৌসুম লীগ জাতীয় কাপ লীগ কাপ মহাদেশীয় অন্যান্য সর্বমোট
বিভাগউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোলউপস্থিতিগোল
বাহিয়া ২০১৩ ব্রাসিলেইরাও ২১১৩৩৮
২০১৪ ব্রাসিলেইরাও ১৭৩০
সর্বমোট ৩০৩০৬৮১১
বেনফিকা ২০১৪–১৫ প্রিমেইরা লিগা ৩২৪৪১১
২০১৫–১৬ প্রিমেইরা লিগা ২০৩২
সর্বমোট ৫২১২১১৭৬২০
বেশিকতাস ২০১৬–১৭ সুপার লীগ ২২১৩৩৩১৭
২০১৭–১৮ সুপার লীগ ২৯১৩৪১১৯
সর্বমোট ৫১২৬১৬৭৪৩৬
ক্যারিয়ার সর্বমোট ১৩৩৪২১৬৩০১০৩২২১৮৬৭

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:বেশিকতাস জে.কে. দল টেমপ্লেট:তাকা দা লিগা সর্বোচ্চ গোলদাতা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.