তামেংলং জেলা
তামেংলং জেলা (Tamenglong district, Pron:/tæmɛŋˈlɒŋ/) ভারতের মণিপুর রাজ্যের একটি অন্যতম জেলা৷[1]এই জেলার সদর শহর তামেংলং শহর৷ জেলাটির মোট ক্ষেত্রফল হল ৪৩৯১ বর্গকিমি৷
তামেংলং জেলা | |
---|---|
মণিপুরের জেলা | |
![]() মণিপুরে তামেংলংয়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মণিপুর |
সদরদপ্তর | তামেংলং |
তহশিল | তামেংলং, তামেই, তউছেম |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | আউটার মণিপুর |
আয়তন | |
• মোট | ৪৩৯১ কিমি২ (১৬৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ১,৪০,১৪৩ |
• জনঘনত্ব | ৩২/কিমি২ (৮৩/বর্গমাইল) |
স্থানাঙ্ক | ২৪°৫৯′ উত্তর ৯৩°২৯′ পূর্ব |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
১৯১৯ সালে ব্রিটিশ শাসনের সময় মণিপুর হিলসের চারটি মহকুমা প্রতিষ্ঠা করা হয় - উত্তর-পূর্ব মহকুমা, উত্তর-পশ্চিম, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম মহকুমা৷ এর উত্তর-পশ্চিম মহকুমাটির সদর খঞ্জাও, তামেংলং গ্রামে প্রতিষ্ঠা করা হয়৷ খঞ্জাও, এই মহকুমার প্রধান হিসাবে নিয়োগ করা হয় উইলিয়াম শ' (Mr. William Shaw) কে। ১৯২৩ সালে এই সদর শহর খুঞ্জাও থেকে ৩ কিমি দূরে অবস্থিত বর্তমান তামেংলঙে স্থানান্তরিত করা হয়৷ পরবর্তী কালে উত্তর-পশ্চিম মহকুমাকে তামেংলং নামে অভিহিত করা হয়। ১৯৬৯ সালে এই তামেংলং পূর্ণাঙ্গ জেলা হিসাবে পরিগণিত হয়৷
ভৌগোলিক অবস্থান
তামেংলং জেলার উত্তরে নাগাল্যান্ড রাজ্য, পূর্বে সেনাপতি জেলা, দক্ষিণে চুড়াচন্দ্রপুর জেলা ও পশ্চিমে ইম্ফল পশ্চিম জেলা ও আসাম রাজ্য অবস্থিত৷ এই জেলার সদর শহর তামেংলং শহর৷ জেলাটির মোট ক্ষেত্রফল হল ৪৩৯১ বর্গকিমি৷
অর্থনীতি
২০০৬ সালের ভারতের পঞ্চায়তী রাজ মন্ত্রালয় ভারতের অন্যতম অবহেলিত ২৫০ টি জেলার মধ্যে তামেংলং একটি বলে অভিহিত করে।[2] ভারতের Backward Regions Grant Fund Programme (BRGF) পুঁজির থেকে অনুমোদন লাভ করা মণিপুরের তিনটি জেলার মধ্যে তামেংলং অন্যতম৷[2]
মহকুমা
তামেংলং জেলার তিনটি মহকুমা আছে:
- তামেংলং (Tamenglong)
- তামেই (Tamei)
- তউসেম (Tousem)
সম্প্রতি ননী জেলা (Noney District)-টিকে তামেংলঙ থেকে পৃথক করে পূর্ণাঙ্গ জেলার মর্যাদা দেয়া হয়৷
জনসংখ্যা
২০১১ সালের জনগণনা অনুসারে তামেংলং জেলার মোট জনসংখ্যা ১৪০,৬৫১ জন[1]৷ মোট জনসংখ্যার দিক থেকে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে এই জেলার স্থান ৬০৭৷ এই জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩২ জন৷ ২০০১-২০১১ সালে জেলাটির জনসংখ্য বৃদ্ধির হার ছিল ২৫.৬৯%৷ তামেংলং জেলার প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯৫৩ জন৷ জেলাটির সাক্ষরতার হার ৭০.৪%৷
ভাষাসমূহ
জেলাটির ব্যবহৃত মূল ভাষাসমূহ চিনা-তিব্বতীয় মূলের (Sino-Tibetan languages)৷ এই ভাষা/উপভাষাসমূহ হল:
- জেলিয়াঙ্গ্রং (Zeliangrong Language)
- জেমি (Zeme language)
- লিয়াংমাই (Liangmai Language)
- রংমেই (Rongmei Language)
- ইনপুই (Inpui language)
তথ্যসূত্র
- "Tamenglong"। 2011 Census of India। Government of India। ১৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৭।
- Ministry of Panchayati Raj (সেপ্টেম্বর ৮, ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF)। National Institute of Rural Development। এপ্রিল ৫, ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৭, ২০১১।