ড্যাভিড (তামিল চলচ্চিত্র)
ড্যাভিড (তামিল: டேவிட்) হচ্ছে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন বিজয় নাম্বিয়ার। চলচ্চিত্রটিতে বিক্রম, জীব, ইশা শেরওয়ানি, লারা দত্ত এবং নছর ছিলেন। চলচ্চিত্রটি হিন্দি ভাষায় একই নামে একটু ভিন্নভাবে মুক্তি দেওয়া হয়েছিলো ২০১৩ সালের ফেব্রুয়ারীর একই দিনে কিছু অন্য অভিনেতাদের নিয়ে।[1] চলচ্চিত্রটির কাহিনী ড্যাভিড নামের দুইজন ব্যক্তিকে নিয়ে, তাদের জীবনে ঘটা বিভিন্ন ঘটনার প্রতি আলোকপাত করা হয়েছে। চলচ্চিত্রটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করতে পেরেছিলো।[2][3]
ড্যাভিড | |
---|---|
![]() পোস্টার | |
পরিচালক | বিজয় নাম্বিয়ার |
প্রযোজক | বিজয় নাম্বিয়ার শারদা ত্রিলক বিক্রম |
রচয়িতা | বিজয় নাম্বিয়ার নাতাশা সেহগাল |
শ্রেষ্ঠাংশে | বিক্রম জীব তাবু লারা দত্ত ইশা শেরওয়ানি |
সুরকার | মিকি ম্যাকক্লিয়ারি রেমো ফার্নান্দেজ অনিরুধ রবিচন্দ প্রশান্ত পিল্লাই মডার্ন মাফিয়া |
চিত্রগ্রাহক | আর রত্নভেলু পিএস বিনোদ |
সম্পাদক | এ শ্রীকর প্রসাদ |
প্রযোজনা কোম্পানি | গেটএ্যাওয়ে ফিল্মস |
পরিবেশক | রিলায়েন্স এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১১৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
অভিনয়ে
- বিক্রম - জেলে ড্যাভিড/দুষ্টু সান্তা
- জীব - ড্যাভিড, একজন গীটার বাদক
- লারা দত্ত - গায়েত্রী
- ইশা শেরওয়ানি - রোমা
- সৌরভ শুকলা - জেলে ড্যাভিডের বাবা
- নছর - নোয়েল, গীটার বাদক ড্যাভিডের বাবা
- শীতল মেনন - সুসানাহ
- শ্বেতা পণ্ডিত - এলিস
তথ্যসূত্র
- "Three in Hindi and Two in Tamil"। Behindwoods। ১৭ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১২।
- "Jiiva Joins Vikram"। Behindwoods। ২০১২-০৪-০৩। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৭।
- "David Tamil Movie Review"। Indiaglitz। ২০১৩-০২-০১। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৭।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ড্যাভিড (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.