ডেভিড বেট্টনি
ডেভিড বেট্টনি একজন সাবেক ফরাসি ফুটবলার এবং বর্তমানে রিয়াল মাদ্রিদের সহকারী প্রশিক্ষক।[1]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ডেভিড বেট্টনি | ||
জন্ম | ২৩ নভেম্বর ১৯৭১ | ||
জন্ম স্থান | সেইন্ট প্রিস্ট, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | রিয়াল মাদ্রিদ (সহকারী) | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
এএসপিটিটি লিয়ন | |||
কান্নেস | |||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
১৯৯১–১৯৯৬ | কান্নেস | ৩০ | (০) |
১৯৯৩–১৯৯৪ | → ইস্ত্রেস (ধার) | ৩৪ | (০) |
১৯৯৫–১৯৯৬ | → ওলাপিক আয়েস (ধার) | ১৯ | (০) |
১৯৯৬–১৯৯৭ | আভেয়ানো | ১৫ | (০) |
১৯৯৬–১৯৯৯ | আলেসসান্দ্রি | ৩৪ | (ক) |
১৯৯৯ | নোভারা | ৭ | (০) |
১৯৯৯–২০০০ | লুচ্ছেসে | ২১ | (০) |
২০০০–২০০১ | ব্রেস্কেয়ো | ২০ | (১) |
২০০২–২০০৩ | ক্রেতেইল | ২৮ | (০) |
২০০৩–২০০৪ | কান্নেস | ৭ | (০) |
মোট | ২১৫ | (২) | |
দলসমূহ পরিচালিত | |||
২০১৪–২০১৬ | রিয়াল মাদ্রিদ বি (সহকারী) | ||
২০১৬–২০১৮ | রিয়াল মাদ্রিদ (সহকারী) | ||
২০১৯– | রিয়াল মাদ্রিদ (সহকারী) | ||
|
ম্যানেজারীয় কর্মজীবন
বেট্টনিকে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে আকর্ষণীয় তরুণ প্রতিভা চিহ্নিত করার সন্ধানী হিসাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।মাদ্রিদে অবতরণের আগে তিনি কান্নেস যুব খেলোয়াড়দের নিয়ে আসার জন্য এই ব্যবস্থার দায়িত্বে ছিলেন।[2]
যখন জিদানকে ২০১৪ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া প্রধান কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়,তখন বেট্টনি তার বন্ধুর কোচিং কর্মীদের সাথে যোগ দেন।[3][4]
তথ্যসূত্র
- "Real Madrid Squad"। Real Madrid CF। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১১।
- "Zidane brings in a new scout - MARCA.com (English version)"। marca.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১১।
- Zidane debutó como entrenador del Castilla (স্পেনীয়)
- "David Bettoni's journey from kitman to Zidane's assistant | MARCA in English"। marca.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১১।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.