ডেভিড আলবার্ট হাফম্যান
ডেভিড আলবার্ট হাফম্যান কম্পিউটার বিজ্ঞানের একজন পথিকৃৎ ছিলেন, যিনি হাফম্যান কোডিংয়ের জন্য বিখ্যাত।
ডেভিড আলবার্ট হাফম্যান | |
---|---|
জন্ম | ওহিও | ৯ আগস্ট ১৯২৫
মৃত্যু | ৭ অক্টোবর ১৯৯৯ ৭৪) সান্তা ক্রুজ, ক্যালিফোর্নিয়া | (বয়স
বাসস্থান | USA |
কর্মক্ষেত্র | ইনফর্মেশন থিওরি, কোডিং থিওরি |
প্রাক্তন ছাত্র | ওহিও স্টেট ইউনিভার্সিটি, এমআইটি |
সন্দর্ভসমূহ | The Synthesis of Sequential Switching Circuits (1953) |
পিএইচডি উপদেষ্টা | Samuel H. Caldwell |
পরিচিতির কারণ | Huffman coding |
উল্লেখযোগ্য পুরস্কার | আইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল (১৯৯৯) |
জীবনী
হাফম্যান ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৪৪ সালে ব্যাচেলর্স এবং ১৯৪৯ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি এমআইটি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৫৩ সালে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৩ সালে এমআইটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্টা ক্রুজ এ শিক্ষক হিসেবে যোগদান করেন এবং কম্পিউটার বিজ্ঞান প্রতিষ্ঠা করতে সাহায্য করেন। তিনি ১৯৭০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত এই বিভাগের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
পুরস্কার ও সম্মাননা
- আইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল ১৯৯৯
- আইইইই কম্পিউটার সোসাইটি ডব্লিউ ওয়ালেস ম্যাকডাওয়েল অ্যাওয়ার্ড ১৯৭৩
তথসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.