ডিয়েগো আলভারেজ (চরিত্র)
ডিয়াগো আলভারেজ হল প্রখাত সাহিত্যিক ক বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়-এর রচিত কালজয়ী রোমাঞ্চ উপন্যাস চাঁদের পাহাড়-এর একটি গুরুত্বপূর্ণ কাল্পনিক চরিত্র।উপন্যাসে দেখাযায় ডিয়াগো আলভারেজ একজন পর্তুগিজ অভিযাত্রীক ও স্বর্ণসন্ধানী। সে শঙ্করের বন্ধু ও পরামর্শদাতা ছাড়াও হিরের অনুসন্ধানে তার সাথে যায়। তারা চাঁদের পাহাড় খুঁজতে গিয়ে রিকটারসভিল্ড-এর গহীনে প্রবে ক করে।
ডিয়েগো আলভারেজ | |
---|---|
![]() চাঁদের পাহাড় উপন্যাসের আলভারেজের চিত্র | |
প্রথম উপস্থিতি |
চাঁদের পাহাড় (উপন্যাস) চাঁদের পাহাড় (চলচ্চিত্র) |
স্রষ্টা | বিভূতিষন বন্দ্যোপাধায় |
চরিত্রায়ণ | Gérard Rudolf (In film) |
Cause of death | বুনিপের আক্রমনে মৃত্য |
তথ্য | |
ছদ্মনাম | আলভারেজ |
প্রজাতি | মানুষ |
লিঙ্গ | পুরুষ |
পেশা | Explorer Gold / Diamond Prospector |
আত্মীয় | শঙ্কর রায় চৌধুরী (বন্ধু) |
জাতীয়তা | পর্তুগিজ |
অন্যান
চলচ্চিত্র
চাঁদের পাহাড় উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র চাঁদের পাহাড় -এ আফ্রিকান অভিনেতা গেরারড রুডোলফ অভিনয় করেছেন ডিয়াগো আলভারেজ চরিত্রে।.[1]
গ্রাফিক্স উপন্যাস
গ্রাফিক্স উপন্যাসটি ২০১৪ সালে প্রকাশিত হয় চাঁদের পাহাড় উপন্যাসের উপর ভিত্তি করে।এখানেও ডিয়াগো আলভারেজকে দেখা যায় শংকর রায় চৌধুরী-এর বন্ধু হিসাবে।[2][3][4][5]
তথ্যসূত্র
- "Chander Pahar crew at South Africa"।
- "Moon Mountain"। Penguin India।
- "Bibhutibhushan classic 'Chander Pahar' now as graphic novel"। eprahaar.in। ৮ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৭।
- "Moon Mountain"। onlinestore.dcbooks.com।
- "Book Review - Moon Mountain"। livemint.com।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.