ডার সাবকো লাগতা হে
ডার সাবকো লাগতা হে ভারতীয় হিন্দী ভয়ানক ধারাবাহিক নাটক। এর প্রচার এন্ড টিভি তে ৩১শে অক্টেবর ২০১৫ থেকে শনিবার-রবিবার এ সম্প্রচার করা হয়। এর নির্মাতা বিপাশা বসু। এটি সর্বমোট ২৬ ছোট প্রকারে সম্প্রচারিত হয়।[1][2][3]
ডার সাবকো লাগতা হে | |
---|---|
ধরণ | ধনায়ক |
রচনা | প্রীতি সিন্হা সৌমিক সেন সুপর্ণ বর্মা সংগীত সিভন |
পরিচালক | প্রীতি সিন্হা সৌমিক সেন সুপর্ণ বর্মা সংগীত সিভন |
উপস্থাপক | বিপাশা বসু |
প্রস্তুতকারক দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দী |
মৌসুম সংখ্যা | ১ |
নির্মাণ | |
অবস্থান | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
ক্যামেরা সেটআপ | অনেক সংখ্যক আলোকচিত্র গ্রাহণ যন্ত্র (ক্যামেরা) |
প্রোডাকশন কোম্পানি | রীল |
সম্প্রচার | |
মূল চ্যানেল | এন্ড টিভি |
ছবির ফরম্যাট | 576i (SDTV) 1080i (HDTV) |
মূল প্রদর্শনী | ৩১ অক্টোবর ২০১৫ |
নির্মাতা
তথ্যসূত্র
- "Bipasha Basu to narrate horror series on TV"। India.com। ২৯ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৫।
- "Bipasha Basu to make TV debut in horror series?"। News Nation। ১ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৫।
- "Bipasha to bring horror on TV"। The Times of India। ৪ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.