ডাব্লিউডাব্লিউই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ

ডাব্লিউডাব্লিউই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ পেশাদারি কুস্তির একটি চ্যাম্পিয়নশীপ যেটি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে ব্যবহৃত হতো ১৯৯০ এবং ২০০০ এর দশকে। এটিকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপের মর্যাদায় ধরা হতো। তিনজন কুস্তিগীর রয়েছে যারা এই দুটি চ্যাম্পিয়নশীপই একসাথে জিতেছে। এবং তারা "ইউরোকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন" নামে পরিচিতি পেয়েছে।[1]

ডাব্লিউডাব্লিউই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ
ইরোপিয়ান চ্যাম্পিয়নশীপ বেল্ট
তথ্য
পদোন্নতিডাব্লিউডাব্লিউই
প্রতিষ্ঠাফেব্রুয়ারি ২৬, ১৯৯৭
অবসরজুলাই ২২, ২০০২
অন্যান্য নাম
  • ডাব্লিউডাব্লিউএফ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ
    (১৯৯৭-২০০২)
  • ডাব্লিউডাব্লিউই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ
    (২০০২)

এটি ১৯৯৭ সালে তৈরি করা হয়। ১৯৯৯ সালে তৎকালীন চ্যাম্পিয়ন শেন ম্যাকমোহান চ্যাম্পিয়নশীপটি সাথে নিয়ে "অপরাজিত চ্যাম্পিয়ন" হিসেবে অবসরে যেতে চেয়েছিল। ২০০২ সালে যখন ডাব্লিউডাব্লিউএফ এর নাম পরিবর্তিত হয়ে ডাব্লিউডাব্লিউই হয়ে যায় তখন এটির নাম বদলে ডাব্লিউডাব্লিউই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ রাখা হয়। একই বছরের জুলাইয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রব ভ্যান ডেম সর্বশেষ চ্যাম্পিয়ন হয়ে এটিকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপের সাথে যুক্ত করে। যদিও এটির নাম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তা সত্ত্বেও মাত্র দুইজন ইরোপিয়ান বাসিন্দা চ্যাম্পিয়নশীপটি জিততে পেরেছেন। একজন হলো প্রথম ও সর্বোচ্চ রাজত্ব করা চ্যাম্পিয়ন দ্য ব্রিটিশ বুলডগ এবং অন্যজন উইলিয়াম রিগ্যাল। চ্যাম্পিয়নশীপটির জন্য ১৯৯৭ সালে ওয়ান নাইট অনলি পে-পার-ভিউ ইভেন্টের মেইন ইভেন্টে প্রতিযোগী করা হয়।[2]

সর্বপ্রথম টুর্নামেন্ট

কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
         
দ্য ব্রিটিশ বুলডগ পিন
ম্যানকাইন্ড
দ্য ব্রিটিশ বুলডগ পিন
ভেদার
ভেদার পিন
রকি মায়াভিয়া
দ্য ব্রিটিশ বুলডগ পিন
ওয়েন হার্ট
ওয়েন হার্ট
ফ্লাশ ফাংক
ওয়েন হার্ট কাউন্টআউট
ব্রেট হার্ট
ব্রেট হার্ট সাবমিশন
হান্টার হার্স্ট হামেসলি

তথ্যসূত্র

  1. WWE.com: "History of the Intercontinental Championship"
  2. "WWE European Championship: official history"WWE। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১২

বহিঃসংযোগ

ডাব্লিউডাব্লিউই ইউরোপিয়ান টাইটেলের ইতিহাস

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.