ডপলার ক্রিয়া

উৎস এবং পর্যবেক্ষকের মধ্যকার আপেক্ষিক গতির কারণে কোন তরঙ্গ-সংকেতের কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে যাওয়ার ঘটনাকে ডপলার ক্রিয়া (ইংরেজি: Doppler Effect) বলা হয়।[1][2] ক্রিস্টিয়ান আনড্রেয়াস ডপলার এর নামে এই ক্রিয়াটির নামকরণ করা হয়েছে।

গাড়ির সাইরেনের ক্ষেত্রে ডপলার ক্রিযা
রাজহাসের পানিতে চলার সময় ডপলার ক্রিযা
একটি তরঙ্গ উৎস বামদিকে অগ্রসর হচ্ছে। ডপলার ক্রিয়ার কারণে কমাঙ্ক বামে বেশী এবং ডানে কম।

সাধারণ ব্যবহার

যখন ধূবক কম্পাংক f,প্রতিসাম্য ভাবে আলো বেগ c এ চলে এবং f = f0 .
যখন ধূবক কম্পাংক f,প্রতিসাম্য ভাবে আলো বেগ c এ চলে এবং f = f0 . 
একই মাধ্যমে যখনTυs = 0.7 c বেগে চলে সামনে যখন উচ্চ কম্পাকে শোনা যায় এবং সমীকরণ f = c + 0/c - 0.7c f0 = 3.33 f0 ও পিছনে নিম্ন কম্পাকে শোনা যায় এবং সমীকরণ f = c - 0/c + 0.7c f0 = 0.59 f0 .
একই মাধ্যমে যখনTυs = 0.7 c বেগে চলে সামনে যখন উচ্চ কম্পাকে শোনা যায় এবং সমীকরণ

f = c + 0/c - 0.7c f0 = 3.33 f0 ও পিছনে নিম্ন কম্পাকে শোনা যায় এবং সমীকরণ

f = c - 0/c + 0.7c f0 = 0.59 f0 . 
  1. http://www.qrg.northwestern.edu/projects/vss/docs/communications/3-what-is-the-doppler-effect.html
  2. Florian Ion, Petrescu। A New Doppler Effect। Books on Demand। পৃষ্ঠা 81। আইএসবিএন 3848229900।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.