ডা. জন ওয়াটসন

জন ওয়াটনসন (ইংরেজি:John H. Watson, ডাক্তার ওয়াটসন নামেই পরিচিত) শার্লক হোমস গল্পের একটি নিয়মিত চরিত্র। ওয়াটসন গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বন্ধু, সহযোগী এবং কখনও কখনও একই বাসায় থেকেছেন তারা। তার কণ্ঠেই প্রথম পুরুষ ঢংয়ে শার্লক হোমস গল্প, উপন্যাস লেখা হয়।[1]

জন ওয়াটনসন (পুরোনাম: John H. Watson)
শার্লক হোমস চরিত্র
ডক্টর ওয়াটসন ও শার্লক হোমস (ডানে), আঁকা সিডনী পেজেট।
প্রথম উপস্থিতি অ্যা স্টাডি ইন স্কারলেট
শেষ উপস্থিতি "হিজ লাস্ট বাউ(গল্প)"
স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল
তথ্য
লিঙ্গপুরুষ
পেশাচিকিৎসক
শিরোনামডাক্তার
দাম্পত্য সঙ্গীম্যারি মর্স্টান
জাতীয়তাব্রিটিশ

তথ্যসূত্র

  1. The Hound of the Baskervilles/Chapter 10 Wikisource. Retrieved on 23 August 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.