ঠেকেরা টেঙা
ঠেকেরা টেঙা (বৈজ্ঞানিক নাম: Garcinia pedunculata; অসমীয়া: ঠেকেরা টেঙা) একধরনের টক ফল। ফলটি এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চল গুলিতে যথেষ্ট পরিমানে উৎপাদিত হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ঠেকেরা টেঙা পাওয়া যায় যদিও অসম রাজ্যে ফলটি বেশী পরিমানে পরিলক্ষিত হয়। অসমের জনপ্রিয় খাদ্য টেঙা মাসর জুল বানানোর জন্য ঠেকেরা ব্যবহার করা হয়।
শুকনা ঠেকেরা টেঙা
Garcinia pedunculata | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ![]() | |
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): | Garcinia |
প্রজাতি: | G. pedunculata |
দ্বিপদী নাম | |
Garcinia pedunculata Roxb. ex Buch.-Ham. | |
ব্যবহার
ঠেকেরাকে পাতলা করে কেটে প্রখর রোদ্রে শুখানো হয়। শুখানোর পর ফলটি কালো রংঙে পরিনত হয়। শুকনা ঠেকেরা টক মাছের ঝোল ও নানান ধরনের টক খাবার জন্য ব্যবহার করা হয়। বহুপ্রাচীন কাল থেকেই অসমের সংস্কৃতিতে ঠেকেরার ব্যবহার দেখা যায়। বিশেষ করে টেঙা আঞ্জা (টক ঝোল) বানানোর জন্য ঠেকেরা প্রয়োজনীয় টক সামগ্রী । পেটের রোগের জন্য ঠেকেরা চমৎকারী ফল। ঠেকেরার রস মিশ্রিত জল পান করলে তৎক্ষনাৎ পেটের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় ।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.