ঠাণ্ডা গোশত

ঠাণ্ডা গোশত (উর্দু: ٹھنڈا گوشت) সাদত হাসান মান্টো রচিত একটি ছোটগল্প[1] বইটি পাকিস্তানের একটি সাহিত্য সাময়িকীতে ১৯৫০ সালের মার্চে প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর এটি সাঙ-এ-মিল পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত হয়েছিল। ছোটগল্পটি লেখার জন্য সাদাত হাসান মান্টোকে আদালতের মুখোমুখি হতে হয়েছিল।[2] বাংলায় বইটি অনুবাদ করেন কাউসার মাহমুদ যা পেন্ডুলাম পাবলিশার্স থেকে প্রকাশিত হয়।[3]

ঠাণ্ডা গোশত
লেখকসাদত হাসান মান্টো
দেশ পাকিস্তান
ভাষাউর্দু
ধরন
প্রকাশিতমার্চ, ১৯৫০
প্রকাশকসাঙ-এ-মিল পাবলিকেশন্স
মিডিয়া ধরনমূদ্রিত

কাহিনি সংক্ষেপ

গল্পটির পটভূমি ১৯৪৭ সালের সাম্প্রদায়িক দাঙ্গা।[4] ইশের সিং তার প্রণয়িনী কালবন্ত কাউরকে বিছানায় সন্তুষ্ট করতে ব্যর্থ হয়। কালবন্ত কাউর তাকে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত করে এবং মনে করে সে অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছে। এরপর কালবন্ত কাউর মাটিতে পড়ে থাকা কৃপাণ দিয়ে ইশের সিংকে আঘাতের পর আঘাত করতে থাকে। মরার সময় ইশের সিং জানায়, সে দাঙ্গার সময় একটি মুসলিম অধ্যুষিত গ্রামে রায়তে যুক্ত ছিল। একটি মুসলিম পরিবারের ছয় জন সদস্যকে সে ঐ কৃপাণ দিয়ে খুন করে, যেটা দিয়ে কালবন্ত তাকে আঘাতের পর আঘাত করেছিল। অতঃপর, সে বাড়ির ভিতরে ঢুকে এবং একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে ঘাড়ে করে তুলে বেরিয়ে আসে সে এবং ঝোঁপের আড়ালে নিয়ে এসে ধর্ষণ করতে উদ্যত হয়। কিন্তু, মেয়েটি ছিল মৃত, ছিল একদম ঠাণ্ডা গোশতের ন্যায়।[5]

তথ্যসূত্র

  1. "HE WROTE WHAT HE SAW – AND TOOK NO SIDES"herald.dawn.com (ইংরেজি ভাষায়)। মে ১০, ২০১২। মার্চ ১২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৫, ২০১৩
  2. "Who was Saadat Hasan Manto? The real story that inspired the Manto movie" (ইংরেজি ভাষায়)।
  3. হুসাইনুল বান্না (১৫ ফেব্রুয়ারি ২০১৯)। "কাউসার মাহমুদের অনুবাদে 'ঠাণ্ডা গোশত'"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৯
  4. "Manto's two set of stories about the Partition" (ইংরেজি ভাষায়)। urduacademy2012.ghazali.net। সংগ্রহের তারিখ জুন ২৫, ২০১৩
  5. Sethi, Ali (২০১২-০৮-৩০)। "The Seer of Pakistan" (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0028-792X। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.