ট্রিগভে হাভডেন লি

ট্রিগভে হাভডেন লি (নরওয়েজীয় উচ্চারিত: [ˌtɾyɡʋə ˈliː] (শুনুন); জুলাই ১৬, ১৮৯৬ডিসেম্বর ৩০, ১৯৬৮) জাতিসংঘের প্রথম মহাসচিব। ১৯৪৬ সালের ২ ফেব্রুয়ারি তিনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৫২ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকেন। ট্রিগভে লি নরওয়ের নাগরিক ছিলেন।

ট্রিগভে হাভডেন লি

কোরিয়া যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সাবেক সেভিয়েত ইউনিয়নের মধ্যে বৈরি সম্পর্কের জন্য পদত্যাগ করেন।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.