টিং লি
টিং লি অণুতরঙ্গ, লেজার এবং অপটিক্যাল কমিউনিকেশন ক্ষেত্রের একজন চীনা-মার্কিন বিজ্ঞানী।
টিং লি | |
---|---|
![]() | |
জন্ম | নানজিং, চীন | ৭ জুলাই ১৯৩১
মৃত্যু | ২৭ ডিসেম্বর ২০১২ ৮১) স্নোবার্ড, উটাহ | (বয়স
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | ফলিত পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | AT&T Corporation |
প্রাক্তন ছাত্র | University of Witwatersrand নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য পুরস্কার | IEEE W.R.G. Baker Prize (1975) OSA Frederic Ives Medal/Jarus Quinn Endowment (1997) আইইই এডিসন মেডেল (২০০৯) |
জীবনী
লি ১৯৩১ সালের ৭ জুলাই নানজিংয়ে জন্মগ্রহণ করেন। লি দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব উইটওয়াটারস্র্যান্ড থেকে ব্যাচেলর ডিগ্রি এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৭ সালে বেল ল্যাব্স এ যোগদান করেন এবং ১৯৯৮ সালে অবসর গ্রহণ করেন।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.