টমাস জন সার্জেন্ট
টমাস জন সার্জেন্ট (জন্ম: ১৯ জুলাই, ১৯৪৩) একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ২০১১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
টমাস জন সার্জেন্ট | |
---|---|
![]() | |
জন্ম | প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া | ১৯ জুলাই ১৯৪৩
জাতীয়তা | মার্কিন |
প্রতিষ্ঠান | নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় মিনেসোটা বিশ্ববিদ্যালয় শিকাগো বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
কাজের ক্ষেত্র | সমষ্টিক অর্থনীতি, monetary economics |
শিক্ষায়তন | ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে, (ব্যাচেলর অব আর্টস) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, (পিএইচডি) |
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন | Robert Lucas, Jr. John Muth |
পুরস্কার | NAS Award for Scientific Reviewing (2011) অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০১১ |
Information at IDEAS / RePEc |
জন্ম ও শিক্ষাজীবন
টমাস জন সার্জেন্টের জন্ম ১৯৪৩ সালের ১৯ জুলাই। সার্জেন্ট ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে ১৯৬৪ সালে বিএ ডিগ্রি লাভ করেন। তিনি পিএইচডি করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে।
কর্মজীবন
তিনি ১৯৭০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। ১৯৭১ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত মিনেসোটা বিশ্ববিদ্যালয় এ কর্মরত ছিলেন। ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয় এ কর্মরত ছিলেন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন।
পুরস্কার ও সম্মাননা
তথ্যসূত্র
বহি:সংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.