ঝুমুরা
ঝুমুরা[1] ২০১৫ সালের বাংলা চলচ্চিত্র এবং পরিচালনায় পরিচালক অনিন্দ্য চ্যাটার্জী এবং প্রযোজনা করে আল্টিমেক্স প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড। এই ছবিটি একটি গীতশিল্পী গায়িকা যা ঝুমুর (একটি লোককুল শিল্প), বাংলার অভিনেতা, জীবন ও ভালবাসার চারপাশে ঘুরছে।এই চলচ্চিত্রটিতে সমদর্শী দত্ত, সোহিনী সরকার, সাবিত্রী চট্টোপাধ্যায়, পার্থসরতী চক্রবর্তী এবং অন্যান্যরা উপস্থিত রয়েছে।ছবিটি ২৪ এপ্রিল ২০১৫ তে মুক্তি পায়।
ঝুমুরা | |
---|---|
পরিচালক | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
রচয়িতা | অনিন্দ্য চট্টোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | সমদর্শী দত্ত সোহিনী সরকার সাবিত্রী চট্টোপাধ্যায় কুচিল মুখোপাধ্যায় সৌরভ চক্রবর্তী তানিয়া কর |
সুরকার | পিজুস চক্রবর্তী, সুব্রত দাস, বাহমা-খয়াপা,অয়ন |
মুক্তি | ২০১৫ |
দৈর্ঘ্য | ১১৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ঝুমুরা (ইংরেজি)
- "Jhumura (2015) Movie Details"। spicyonion.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২১।
তথ্যসূত্র
- "Director turns to cooking"। The Times of India।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.