জোসেপ ভায়ে

হোসে ভায়ে মাস (১৩ই নভেম্বর ১৯১৮ – ৩১শে ডিসেম্বর ২০০৫) বার্সেলোনার একজন আক্রমণভাগের খেলোয়াড় ছিলেন।[1][2] তিনি তার ক্যারিয়ারের অধিকাংশ সময় বার্সেলোনার হয়ে খেলেছেন, যেখানে তিনি ৭৭ ম্যাচে ২০টি গোল করেছেন। অতঃপর তিনি এক মৌসুমের জন্য বাদালোনার হয়ে খেলার পর, সান আর্দ্রেসে যোগদান করেন, যেখানে তিনি ১৭ ম্যাচে ২টি গোল করেছেন। তিনি ১৯৫২ সালে সান আর্দ্রেসের হয়ে খেলার পর ফুটবলকে বিদায় জানান। তিনি তার ক্যারিয়ারে সর্বমোট ১১২টি ম্যাচে ২৩টি গোল করেছেন।

জোসেপ ভায়ে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হোসে ভায়ে মাস
জন্ম (১৯১৮-১১-১৩)১৩ নভেম্বর ১৯১৮
জন্ম স্থান তারোল, স্পেন
মৃত্যু ৩১ ডিসেম্বর ২০০৫(2005-12-31) (বয়স ৮৭)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৪০–১৯৪৯ বার্সেলোনা ৭৭ (২০)
১৯৪৯–১৯৫০ বাদালোনা ১৮ (১)
১৯৫০–১৯৫২ সান আর্দ্রেস ১৭ (২)
মোট ১১২ (২৩)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

অর্জনসমূহ

  • লা লিগা (৩): ১৯৪৪–৪৫, ১৯৪৭–৪৮, ১৯৪৮–৪৯
  • লাতিন কাপ (১): ১৯৪৮–৪৯
  • এভা দুয়ার্তে কাপ (১): ১৯৪৮–৪৯
  • হেনেরালিসিমো কাপ (১): ১৯৪১–৪২
  • কোপা দে অরো আর্জেন্টিনা (১): ১৯৪৫–৪৬

তথ্যসূত্র

  1. "Josep Valle"fcbarcelona.com (ইংরেজি ভাষায়)। বার্সেলোনা। ২রা ফেব্রুয়ারি ২০১৯। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Valle: José Valle Mas"bdfutbol.com (ইংরেজি ভাষায়)। বিডিফুটবল। ২রা ফেব্রুয়ারি ২০১৯। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.