জো বাইডেন

জোসেফ রবিনেট "জো" বাইডেন, জুনিয়র (ইংরেজি ভাষায়: Joseph Robinette "Joe" Biden, Jr.) (জন্ম: ২০শে নভেম্বর, ১৯৪২) মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনিয়র সিনেটর। তিনি ২০০৮ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি বারাক ওবামার সাথে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছেন।[1][2]

জো বাইডেন

বাইডেন ১৯৬৯ সালে অ্যাটর্নি হন,[3] ১৯৭০ সালে কান্ট্রি কাউন্সিলে নির্বাচিত হন। ১৯৭২ সালে প্রথমবারের মত সিনেটে নির্বাচিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম সিনেটর। ১৯৭৮, ১৯৮৪, ১৯৯০, ১৯৯৬, ২০০২ এবং ২০০৮ সালগুলোতেও সিনেটর হিসেবে নির্বাচিত হন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত প্রথম কোন রোমান ক্যাথলিক বিশ্বাসী।

তথ্যসূত্র

  1. "Think you know your election trivia? - CNN.com"www.cnn.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৮
  2. Stolberg, Sheryl Gay। "Vice President Biden Tries to Energize Democrats" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৮
  3. "Archives | The Dallas Morning News, dallasnews.com"nl.newsbank.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.