জেসপার ওলসেন
জেসপার ওলসেন (জন্ম মার্চ ২০, ১৯৬১) একজন ডেনীয় সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি আয়াক্স আমস্টারডাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে খেলেছেন। ডেনমার্ক জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন এবং ৪৩ খেলায় ৫ গোল করেছেন। তিনি ১৯৮৪ সালের উয়েফা ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপে ডেনমার্কের প্রতিনিধিত্ব করেছেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জেসপার ওলসেন | ||
জন্ম | মার্চ ২০, ১৯৬১ | ||
জন্ম স্থান | Fakse, ডেনমার্ক | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল |
উপস্থিতি (গোল)† | |
১৯৭৭-১৯৮১ ১৯৮১-১৯৮৪ ১৯৮৪-১৯৮৮ ১৯৮৮ ১৯৮৯-১৯৯০ ১৯৯০-১৯৯২ |
Næstved IF আয়াক্স আমস্টারডাম ম্যানচেস্টার ইউনাইটেড Næstved BK Girondins de Bordeaux SM Caen |
৬৪ (১১) ৮৫ (২৩) ১৩৯ (২১) ২ (১) ৫৪ (৩) ৫৮ (০) | |
জাতীয় দল | |||
১৯৮০-১৯৯০ | ডেনমার্ক | ৪৩ (৫) | |
|
সম্মাননা
- ডাচ লীগ: ১৯৮২, ১৯৮৩
- ডাচ কাপ: ১৯৮৩
- এফএ কাপ: ১৯৮৫
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.