জেমস হিল্টন (উপন্যাসিক)

জেমস হিল্টন (ইংরেজি: James Hilton) (৯ সেপ্টেম্বর, ১৯০০  ২০ ডিসেম্বর, ১৯৫৪) ছিলেন একজন ইংরেজ উপন্যাসিক। তিনি তার দারুণ বিক্রীত কল্পলৌকিক উপন্যাস লস্ট হরাইজন[1] এবং গুডবাই, মিস্টার চিপ্স-এর জন্য বিখ্যাত ছিলেন।

James Hilton
চিত্র:James Hilton 7.jpg
জন্ম(১৯০০-০৯-০৯)৯ সেপ্টেম্বর ১৯০০
Leigh, Lancashire, ইংল্যান্ড, যুক্তরাজ্য
মৃত্যু২০ ডিসেম্বর ১৯৫৪(1954-12-20) (বয়স ৫৪)
লং বিচ,ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাউপন্যাসিক
শিক্ষা প্রতিষ্ঠানChrist's College, Cambridge
ধরনFantasy, adventure novel, mainstream fiction
দাম্পত্যসঙ্গীএলিস ব্রাউন (1935-1937; divorce)
Galina Kopineck (1937-1945; divorce)

তিনি হলিউডে চিত্রনাট্যও লিখতেন।[2]

উপন্যাসসমূহ

হিল্টনের প্রথম উপন্যাস ক্যাথেরিন হারসেলফ ১৯২০ সালে প্রকাশিত হয়, যখন তার বয়স ছিল ২০ বছর। তার বেশ কয়েকটি বই ছিল আন্তর্জাতিক দারুণ বিক্রীত (bestseller) এবং সফল চলচ্চিত্রের সাথে খাপ খেয়েছে। চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লস্ট হরাইজন (১৯৩৩), যেটি হথর্নডেন পুস্কার লাভ করে, গুডবাই, মিস্টার চিপ্স (১৯৩৪) এবং র‍্যানডম হারভেস্ট (১৯৪১)।

তথ্যসূত্র

  1. কবীর চৌধুরী, সাহিত্যকোষ, মাওলা ব্রাদার্স, ঢাকা, অষ্টম মুদ্রণ, ফেব্রুয়ারি, ২০১২, পৃষ্ঠা-১২৮।
  2. D. Daiches ed., The Penguin Companion to Literature 1 (1971) p. 254
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.