জেমস লোটন ফ্ল্যানাগান
জেমস লোটন ফ্ল্যানাগান একজন মার্কিন তড়িৎ প্রকৌশলী।
জেমস লোটন ফ্ল্যানাগান | |
---|---|
জন্ম | গ্রীনউড, মিসিসিপি | ২৬ আগস্ট ১৯২৫
মৃত্যু | ২৫ আগস্ট ২০১৫ ৮৯) ওয়ারেন টাউনশিপ, নিউ জার্সি | (বয়স
জাতীয়তা | American |
কর্মক্ষেত্র | তড়িৎ প্রকৌশল |
উল্লেখযোগ্য পুরস্কার | আইইইই এডিসন মেডেল (১৯৮৬) মার্কনি প্রাইজ (১৯৯২) ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯৬) আইইইই মেডেল অব অনার (২০০৫) |
জীবনী
ফ্ল্যানাগান মিসিসিপির গ্রীনউডে ১৯২৫ সালের ২৬ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৪৮ সালে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি এমআইটি থেকে ১৯৫০ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিতে দুই বছর শিক্ষকতা করেন। তিনি এমআইটি থেকে ১৯৫৫ সালে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। [1] তিনি ১৯৫৬ সালে বেল ল্যাবসে যোগদান করেন। তার প্রকাশনার মধ্যে রয়েছে ৯০টি গবেষণাপত্র এবং দুটি বই। তার ৩০টি প্যাটেন্ট রয়েছে। [2]
পুরস্কার ও সম্মাননা
- IEEE শতবার্ষিকী পদক ১৯৮৪
- আইইইই এডিসন মেডেল ১৯৮৬
- ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৯৬
- আইইইই মেডেল অব অনার ২০০৫[1][2][3]
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.