জেমস গসলিং
'জেমস গসলিং ওসি (ইংরেজি: James Gosling; জন্ম: ১৯ মে ১৯৫৫) হলেন একজন কানাডীয় কম্পিউটার বিজ্ঞানী। তিনি বর্তমান যুগের সবচাইতে জনপ্রিয় জাভা প্রোগ্রামিং ভাষার ভাষার জনক ও গবেষক দলের প্রধান। [1]
জেমস গসলিং | |
---|---|
![]() ২০০৮ সালে গসলিং | |
দেশীয় নাম | James Gosling |
জন্ম | জেমস আর্থার গসলিং ১৯ মে ১৯৫৫ ক্যালগারি, অ্যালবার্টা, কানাডা |
ডাকনাম | গসলিং |
বাসস্থান | সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | কানাডীয় |
প্রতিষ্ঠান | সান মাইক্রোসিস্টেমস, গুগল, লিকুইড রোবোটিক্স, আমাজন.কম |
পরিচিতির কারণ | জাভা (প্রোগ্রামিং ভাষা) |
উল্লেখযোগ্য পুরস্কার | আইইইই জন ভন নিউম্যান মেডেল, দ্য ফ্লেম অ্যাওয়ার্ড |
জন্ম
জেমস আর্থার গসলিং কানাডার অ্যালবার্টা প্রদেশের ক্যালগারি শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান্ ফ্রান্সিস্কো শহরের বে এরিয়াতে।
শিক্ষাজীবন
জেমস গসলিং ১৯৭৭ সালে ইউনিভার্সিটি অব ক্যালগারি থেকে স্নাতক পাশ করেন । এরপর কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশের পর ১৯৮৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। [2][3]
কর্মজীবন
জেমস গসলিং সান মাইক্রোসিস্টেম্স এ ১৯৮৪ সালে যোগ দেন। পরবর্তীতে ওরাকল কর্পোরেশন সান মাইক্রোসিস্টেমসকে ২০১০ সালে কিনে নেয় । বেতন, অবস্থানগত ভূমিকা,নৈতিক চ্যালেঞ্জ এবং পরিবর্তনের সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এসব বিষয়ে বৈপরীত্য সৃষ্টি হলে গসলিং অবসর গ্রহণ করেন ওরাকল কর্পোরেশন থেকে এবং ২০১১ সালের মার্চ মাসে গুগল এ যোগদান করেন । [4][5][6]
এর ছয়মাস পর তিনি তার সহকর্মী বিল ভাসকে অনুসরণ করে লিকুইড রোবোটিক্স এ যোগ দেন । ২০১৬ এর শেষের দিকে লিকুইড রোবোটিক্স কে বোয়িং কোম্পানী ক্রয় করে এবং সহায়ক প্রতিষ্ঠান বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটি (বিডিএস) এর মালিকানাধীন করে ।[7] এরপর সবশেষে ২০১৭ সালের মে মাসে যোগদেন মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা আমাজন.কম এ ।[8]
পদক ও সম্মননা
গসলিং ২০০২ সালে দ্য ইকোনমিস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড ও দ্য ফ্লেম অ্যাওয়ার্ড লাভ করেন। [9] ২০০৭ সালে কানাডা সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অব কানাডা তে ভূষিত করে। [10] ২০১৩ সালে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি এর ফেলো নির্বাচিত হন। ২০১৫ সালে লাভ করেন আইইইই জন ভন নিউম্যান মেডেল।
তথ্যসূত্র
- "James Gosling - Computing History"।
- "James Gosling"। ২০১৫-০৬-০১।
- "PhD AWARDS BY ADVISOR"।
- "My attitude on Oracle v Google"।
- "Java Creator James Gosling: Why I Quit Oracle" (ইংরেজি ভাষায়)।
- "Java founder James Gosling joins Google"।
- "Boeing to Acquire Liquid Robotics to Enhance Autonomous Seabed-to-Space Information Services | Liquid Robotics"।
- "Legendary Techie James Gosling Joins Amazon Web Services"।
- "Flame Award"।
- Services। "Governor General Announces New Appointments to the Order of Canada"।