জেন্ডার অধ্যয়ন

জেন্ডার অধ্যয়ন একটি আন্তঃবিষয়ক অধ্যয়ন ক্ষেত্র যেটি জেন্ডার আইডেন্টিটি আর জেন্ডার প্রতিনিধিত্ব এর প্রতি অনুগত। নারী বিষয়ক অধ্যন , পুরুষ অধ্যয়ন , LGBT অধিকার অধ্যয়ন এই বিষয়ের অন্তর্গত। কখনো কখনো জেন্ডার অধ্যয়ন যৌনতা অধ্যয়ন এর সাথে অফার করা হয়। এই ডিসিপ্লিনগুলো ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাবিজ্ঞান, নৃবিদ্যা, সিনেমা,মিডিয়া , মানবিক উন্নয়ন, আইন এবং মেডিসিন এর ক্ষেত্রে  জেন্ডার ও যৌনতা এর প্রভাব অধ্যন করে । জাতি, অবস্থান, বর্গ, জাতীয়তা, এবং অক্ষমতা  কিভাবি জেন্ডার এর উপর প্রভাব ফেলে , তাও আলোচনা করে জেন্ডার স্টাডিজ ।

Multiple gender identity

Other people whose work is associated with gender studies

See also

References

  1. Healey, J. F. (2003).
  2. "Department of Gender Studies"। Indiana University (IU Bloomington)। সংগ্রহের তারিখ মে ১, ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.