জেন্ডার অধ্যয়ন
জেন্ডার অধ্যয়ন একটি আন্তঃবিষয়ক অধ্যয়ন ক্ষেত্র যেটি জেন্ডার আইডেন্টিটি আর জেন্ডার প্রতিনিধিত্ব এর প্রতি অনুগত। নারী বিষয়ক অধ্যন , পুরুষ অধ্যয়ন , LGBT অধিকার অধ্যয়ন এই বিষয়ের অন্তর্গত। কখনো কখনো জেন্ডার অধ্যয়ন যৌনতা অধ্যয়ন এর সাথে অফার করা হয়। এই ডিসিপ্লিনগুলো ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাবিজ্ঞান, নৃবিদ্যা, সিনেমা,মিডিয়া , মানবিক উন্নয়ন, আইন এবং মেডিসিন এর ক্ষেত্রে জেন্ডার ও যৌনতা এর প্রভাব অধ্যন করে । জাতি, অবস্থান, বর্গ, জাতীয়তা, এবং অক্ষমতা কিভাবি জেন্ডার এর উপর প্রভাব ফেলে , তাও আলোচনা করে জেন্ডার স্টাডিজ ।

Multiple gender identity
Other people whose work is associated with gender studies
See also
References
- Healey, J. F. (2003).
- "Department of Gender Studies"। Indiana University (IU Bloomington)। সংগ্রহের তারিখ মে ১, ২০১২।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.