জুনকো তাবেই

জুনকো তাবেই (২২ সেপ্টেম্বর, ১৯৩৯ ‌- ২০ অক্টোবর, ২০১৬) একজন জাপানি পর্বতারোহী। তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট আরোহণকারী প্রথম নারী। তিনি ১৯৭৫ সালের ১৬ই মে এই কীর্তি সম্পাদন করেন।[1] এভারেস্ট জয়ের পাশাপাশি জুনকো ১৯৯২ সালে প্রথম নারী হিসেবে "সপ্তশিখর" (অর্থাৎ পৃথিবীর সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতচূড়া) আরোহণ করার কৃতিত্ব অর্জন করেন।[2]

জুনকো তাবেই
জন্ম২২ সেপ্টেম্বর, ১৯৩৯
মৃত্যু২০ অক্টোবর, ২০১৬ (৭৭ বছর)
জাতীয়তাজাপানি
পরিচিতির কারণপ্রথম এভারেস্ট জয়ী নারী

জন্ম ও শিক্ষাজীবন

জুনকো তাবেই ১৯৩৯ সালের ২২ সেপ্টেম্বর জাপানে জন্মগ্রহণ করেন। তিনি শোয়া মহিলা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক উপাধি অর্জন করেন। ১৯৬৯ সালে তিনি নারী পর্বতারোহণ ক্লাব: জাপান প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে তিনি জাপানে পাহাড় জয়ী হিসেবে স্বীকৃতি পান।

কর্মজীবন

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.