জীবনের গল্প আছে বাকি অল্প

জীবনের গল্প আছে বাকি অল্প (English:There's little left in life stories) ১৯৯১ খ্রিষ্টাব্দে প্রকাশিত ফিরে ফিরে আসি অ্যালবামের একটি গান। এই গানে সুর দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং কন্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর

"জীবনের গল্প আছে বাকি অল্প"
ফিরে ফিরে আসি অ্যালবাম থেকে
অ্যান্ড্রু কিশোর কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
প্রকাশিত১৯৯১
ধারাঅ্যালবাম গান
দৈর্ঘ্য০৫:০৫
সঙ্গীত রচয়িতাআহমেদ ইমতিয়াজ বুলবুল

এটি একটি হৃদয় বিদারক গান। এর মাধ্যমে মানুষের জীবনের চরম সত্যটি প্রকাশ পেয়েছে। যাই হোক, তৎকালীন সময়ে গানটি গায়ককে বিশেষ সুনাম এনে দিয়েছিল।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.