জালৎস্‌বুর্গ

জালৎস্‌বুর্গ (ইংরেজি: Salzburg; Salzburg ; (অস্ট্র-বাভারিয়ান: Såizburg; সাধারণ অর্থে: "লবণাক্ত প্রাসাদ") অস্ট্রিয়ার চতুর্থ বৃহত্তম শহর এবং জালৎস্‌বুর্গ ফেডারেল এস্টেট-এর রাজধানী। জালৎস্‌বুর্গ-এর “পুরোনো শহর” আন্তর্জাতিকভাবে সুপরিচিত এর বারোক স্থাপত্যের জন্য এবং আল্পস-এর উত্তরের সবচেয়ে সংরক্ষিত জায়গা। ১৯৯৭ সাল থেকে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। ১৮-শতকের বিখ্যাত মিউজিক বাদক উলফগ্যাং আমেদিউস মোজার্ট এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন। জালৎস্‌বুর্গ প্রদেশের রাজধানী শহরে ৩টি বিশ্ববিদ্যালয় আছে। যেখানে প্রচুর শিক্ষার্থী লেখাপড়া করেন যারা এই এলাকার চালিকাশক্তি হিসেবে কাজ করেন।

জালৎস্‌বুর্গ
Salzburg
জালৎস্‌বুর্গ শহরের প্রাণকেন্দ্র

সীলমোহর
জালৎস্‌বুর্গের অবস্থান
স্থানাঙ্ক: ৪৭°৪৮′০″ উত্তর ১৩°০২′০″ পূর্ব
দেশ অস্ট্রিয়া
প্রদেশজালৎস্‌বুর্গ
জেলাস্ট্যাচুটরি শহর
স্থাপিতনব্যপ্রস্তর যুগে (৫ খ্রিস্টপূর্বে)
সরকার
  মেয়র পার্টিঅস্ট্রিয়া জনতা পার্টি
  মেয়রহারাল্ড প্রেউনের
  নির্বাচনের সময়১লা মার্চ, ২০০৯ থেকে
আয়তন
  মোট৬৫৬৭৮ কিমি (২৫৩৫৮ বর্গমাইল)
উচ্চতা৪২৪ মিটার (১৩৯১ ফুট)
জনসংখ্যা (১লা জানুয়ারি ২০১১)
  মোট৫,৩১,৭২১
  জনঘনত্ব২২৫৫/কিমি (৫৮৪০/বর্গমাইল)
সময় অঞ্চলমান সময় (ইউটিসি+১)
  গ্রীষ্মকালীন (দিসস)+২ (ইউটিসি)
পোষ্ট কোড৫০২০
এলাকা কোড০৬৬২
ওয়েবসাইটwww.stadt-salzburg.at
জালৎস্‌বুর্গ শহরের ঐতিহাসিক কেন্দ্র
Salzburg
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
অবস্থানঅস্ট্রিয়া, অস্ট্রিয়া 
আয়তন [1]
অন্তর্ভুক্তQ1852160 
মানদণ্ডii, iv, vi
তথ্যসূত্র৭৮৪
স্থানাঙ্ক৪৭°৪৭′৫০″ উত্তর ১৩°০২′৫২″ পূর্ব
শিলালিপির ইতিহাস১৯৯৬ (২০তম সভা)
ওয়েবসাইটwww.stadt-salzburg.at
জালৎস্‌বুর্গের অবস্থান

ভূগোল

জালৎস্‌বুর্গ আল্পসের উত্তরের সীমানায় সলজ্যাখ নদীর তীরে অবস্থিত। আলপাইনের সর্বোচ্চ চূড়া- ১৯৭২ মিটার উচ্চতার উন্তার্সবার্গ- শহরের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে। অ্যাটস্ট্যাড বা পুরোন শহরে প্রধানত বারোক টাওয়ার, কিছু গির্জা ও বিশাল ফেস্টাং হহেনজালৎস্‌বুর্গ আছে। এই এলাকা শহরের ফুসফুস হিসেবে কাজ করা দুটি ছোট পাহাড়, মন্সবার্গ ও কাপুসিনারবার্গ দ্বারা ঘেরা। মিউনিখ থেকে প্রায় ১৫০ কিলোমিটার পুর্বে, লুব্লিয়ানা থেকে ২৮১ কিলোমিটার উত্তর-পশ্চিমে, এবং ভিয়েনা থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহর।

জনসংখ্যা

১৯৩৫ সালে আশেপাশের কিছু জায়গা জালৎস্‌বুর্গের অন্তর্গত করা হলে এখানকার জনসংখ্যা বেড়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অসংখ্য লোক এখানে নতুন বসতি গড়েন। যুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন সৈন্যদের জন্য আবাসস্থল তৈরি করা হয়, যা তারা চলে যাওয়ার পর আশ্রিতদের জন্য ব্যবহার করা হতো। ১৯৫০ সালের দিকে জালৎস্‌বুর্গের জনসংখ্যা ১ লক্ষ পার করে এবং ২০০৬ এ তা ১.৫ লক্ষতে এসে পৌঁছেছে।

প্রশাসনিক অঞ্চল

জালৎস্‌বুর্গ-এ ২৪টি জেলা শহর এবং ৩টি উপশহর আছে।
জেলা শহর-

  • Aigen আইগেন
  • Gneis (গ্নাইস)
  • Altstadt(আলষ্টাট)
  • Elisabeth-Vorstadt (এলিজাবেথ-ফোরষ্টাট)
  • Gneis-Süd (গ্নাইস-স্যুড)
  • Gnigl (গ্নিগল)
  • Itzling (ইটস্লিং)
  • Itzling-Nord (ইটস্লিং-নর্ড)
  • Kasern (কাজের্ন)
  • Langwied (লাংভিড)
  • Lehen (লেএন)
  • Leopoldskron-Moos (লেওপোল্ডসক্রন-মুস)
  • Liefering (লিফারিং)
  • Maxglan (মাক্সগ্লান)
  • Maxglan-West (ম্যাক্সগ্লান-ভেস্ট)
  • Morzg (মোরসগ)
  • Mülln (মুল্‌ন)
  • Neustadt (নয়ষ্টাট)
  • Nonntal (নোন্টাল)
  • Parsch (পার্শ)
  • Riedenburg (রিডেনবুর্গ)
  • Salzburg-Süd (জালৎস্‌বুর্গ-স্যুড)
  • Taxham (টাক্সহাম)
  • Schallmoos (শালমুস)

উপশহর-

  • Gaisberg (গাইসবের্গ)
  • Hellbrunn (হেলব্রুন)
  • Heuberg (হয়বের্গ)

চিত্রশালা

জালৎস্‌বুর্গের পরিদৃশ্য
হোএনজালৎস্‌বুর্গ দুর্গ থেকে জালৎস্‌বুর্গের পরিদৃশ্য

তথ্যসূত্র

  1. "Dauersiedlungsraum der Gemeinden Politischen Bezirke und Bundesländer - Gebietsstand 1.1.2018"। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

সম্পর্কিত তথ্য
সংস্কৃতি সংক্রান্ত
অলিম্পিক সংক্রান্ত
পর্যটন সংক্রান্ত

টেমপ্লেট:World Heritage Sites in Austria

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.