জালাক দেশাই

জালাক দেশাই (জন্ম ঝলক দেশাই), তিনি একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। [1][2] তিনি মুহ বলি শাদি, সাজান ঘর জানা হ্যায় এর মতো সিরিয়ালে কাজ করেছেন। [3][4] তিনি কালারস টিভির শো লাডো ২ তে কোমলের ভূমিকায় অভিনয় করেছিলেন।

জালাক দেশাই
জন্ম
ঝলক দেশাই

মুম্বাই
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামঝলক দেশাই
পেশাঅভিনেত্রী
কার্যকাল২০০৯বর্তমান

পেশা

জালাক গুজরাটি অভিনেত্রী ফাল্গুনি দেশাইয়ের মেয়ে। তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। [5] জালাক ২০০৯ সালে মুম্বাইয়ের আরএনএসাহ হাই স্কুল থেকে ৯০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাস করেন। এর ঠিক পরে ১৬ বছর বয়সে সাজন ঘর জানা হায় সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেন। [6][7] তিনি মিঠিবাই কলেজ (মুম্বই বিশ্ববিদ্যালয়) থেকে বিএসসি বায়োটেকনোলজিতে দ্বাদশ এবং স্নাতক পাস করার জন্য একটি বিরতি নিয়েছিলেন। ২০১৪ সালে সনি টিভির সিরিয়াল দিল দেকে দেখো এর মাধ্যমে অভিনয়ে আবার ফিরে আসেন । পরবর্তীতে তিনি মুহ বলি শাদি সিরিয়ালে কাজ করেছিলেন। [8]

টিভি

  • হম আপনে ঘর মেহে রেহতে হেন (২০১৫)তে পিঙ্কি (প্রধান ভূমিকা)
  • আনমোল রতন সিং (মুখ্য ভূমিকা) হিসাবে মুহ বলি শাদি তে (২০১৫)
  • সরলা অম্বর রঘুবংশী (প্রধান ভূমিকা) হিসাবে সাজান ঘর জানা হ্যায় তে(২০১০)
  • সিয়া কে রামতে (২০১৫) শান্তা (বেশি সময়ের অতিথি ভূমিকায়)
  • এক রিশতা সাজেদারি কা (২০১৬) নিকিতা হিসাবে (নেতিবাচক ভূমিকা)
  • কোমল (সমান্তরাল প্রধান ভূমিকা) হিসাবে লাডো ২তে (২০১৭–১৮)
  • নমঃতে (২০১৯) দেবী সরস্বতী হিসাবে

তথ্যসূত্র

  1. "Photos: Launch of the new TV show 'Muh Boli Shaadi'"mid-day (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২২
  2. IANS (২০১৫-০২-১২)। "'Muh Boli Shaadi' to replace 'Humsafars'"Business Standard India। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২২
  3. "Holi special: TV stars share their plans and memories | The Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২২
  4. "Nikhil confesses his feelings for Anmol in Muh Boli Shaadi"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২২
  5. "Jhalak Desai sailing in two boats!"
  6. "On a romantic note"
  7. "Zalak Desai to return with Shashi Sumeet's next"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২২
  8. "'Muh Boli Shaadi' to replace 'Humsafars'"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৫-০২-১২। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২২

বাহ্যিক লিঙ্কগুলি

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.