জালন্ধরী পা
জালন্ধরী পা বা জালন্ধরপাদ বা সিদ্ধ বালপাদ চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন।
পরিচয়
মহাসিদ্ধ গোরক্ষনাথের শিষ্য জালন্ধরী পার যথার্থ নাম ছিল সিদ্ধ বালপাদ। কাশ্মীর ও নেপালের মধ্যবর্তী জালন্ধর নামক স্থানে কিছুকাল বসবাস করায় তিনি জালন্ধরের আচার্য নামে খ্যাত হন। তিনি চারটি বজ্রযান গ্রন্থ রচনা করেছিলেন বলে তিব্বতী ব্স্তান-'গ্যুর গ্রন্থসঙ্কলনে উল্লেখ রয়েছে। মহাসিদ্ধ কাহ্ন পা ও বিরূ পা তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন।[1]:৬০০
তথ্যসূত্র
- বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব, নীহাররঞ্জন রায়, দে’জ পাবলিশিং, কলকাতা, চতুর্থ সংস্করণ, অগ্রহায়ণ, ১৪১০ বঙ্গাব্দ, আইএসবিএন ৮১-৭০৭৯-২৭০-৩
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.