জামায়াতে ইসলামী কাশ্মীর
জামায়াতে ইসলামীর কাশ্মীর হল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি ধর্মীয়-রাজনৈতিক সংগঠন। এটি জামায়াত-ই-ইসলামী হিন্দ (জামায়াতের ভারতীয় শাখা) থেকে আলাদা একটি স্বতন্ত্র সংগঠন। সংগঠনটির বিবৃত অবস্থান হল জম্মু ও কাশ্মীরের বিতর্কিত অঞ্চল নিয়ে সৃষ্ট কাশ্মির সমস্যা সমাধানে এই বিষয়টি জাতিসংঘ অনুযায়ী সাজানো অথবা ভারত ও পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীরের (পূর্ব স্বাধীনতার জন্য) প্রকৃত প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা আবশ্যক মনে করে।
জামায়াতে ইসলামী কাশ্মীর جماعتِ اسلامی Jamaat-e-Islami Kashmir | |
---|---|
![]() | |
আমির | Ghulam Mohammad Bhat |
সাধারণ সম্পাদক | Ghulam Qadir Lone |
ইতিহাস
নির্বাচন ও স্বাধীনতা আন্দোলন
১৯৭২ সালের কাশ্মির বিধানসভা নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করে এবং পাঁচটি আসনে বিজয়ী হয়।[1] কিন্তু ১৯৭৭ সালের নির্বাচনে একটি মাত্র সিট পায়।[2]
তথ্যসূত্র
- Widmalm, Sten। Kashmir in Comparative Perspective: Democracy and Violent Separatism in India। Routledge। পৃষ্ঠা 54। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
The Plebiscite Front was still not trusted enough to be allowed to compete in the State Assembly election in 1972, although, ironically, the Jamaat-e-Islami, which was to become the leading separatist organisation in the late 1980s and 1990s, was allowed to contest it and did so with some success, winning five seats.
- Widmalm, Sten। Kashmir in Comparative Perspective: Democracy and Violent Separatism in India। Routledge। পৃষ্ঠা 57। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.