জাতীয় বাজেট

জাতীয় বাজেট বাংলাদেশ সরকার প্রণীত একটি বার্ষিক দলিল যাতে রাষ্ট্রের সাংবাৎসরিক আয়-ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করা হয়। বাজেট ইংরেজী শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ "থলে" বা ইংরেজীতে Bag। অতীতে থলেতে ভ'রে এটি আইন সভা বা সংসদে আনা হতো বলে এই দলিলটি 'বাজেট' নামে অভিহিত হয়ে আসছে। জাতীয় বাজেটের মূল অংশ দুটি । প্রথম অংশ রাজস্ব আদায় সংক্রান্ত। এই অংশে সরকারের রাজস্ব ব্যবস্থা ও আদায় সংক্রান্ত প্রস্তবসমূহ বিবৃত থাকে দ্বিতীয় অংশে থাকে সরকারী ব্যয়ের প্রস্তাব সমূহ। প্রতি বৎসর একটি আইনপ্রস্তাব বা "বিল" আকারে জাতীয় বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়। একে বলা হয় অর্থ বিল। সংসদ সদস্যরা অনুমোদনের পর এটি আইনে পরিণত হয়। বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব প্রস্তাবসমূহ প্রণয়ন করে এবং অর্থ বিভাগ ব্যয় প্রস্তাবসমূহ প্রণয়ন করে। বাংলাদেশে প্রতি বৎসর জুন মাসে জাতীয় বাজেট প্রণয়ন করা হয় এবং অনুমোদনের পর তা পরবর্তী অর্থবৎসরের জন্য কার্যকর হয়। । দেশের অর্থ মন্ত্রী জাতীয় সংসদের অর্থ বিল পেশ করেন।

বাংলাদেশের বাজেট প্রণয়ন করা হয় ১২ মাসের জন্য যা চলতি বছরের ১লা জুলাই থেকে পরবর্তী বৎসরের ৩০শে জুন পর্যন্ত কার্যকর থাকে। প্রতি বছর জুন মাসে বাংলাদেশের জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারের পক্ষে অর্থমন্ত্রী বাজেট বিল পেশ করেন। এর আগে এই বাজেট বিল ক্যাবিনেট সভায় বিবেচনা ও অনুমোদন করা হয়।

বর্তমানে কার্যকর বাজেট বাংলাদেশের ৪৯ তম বাজেট যা ২০১৯-২০২০ অর্থবৎসরের জন্য কার্যকর। এতে সরকারের ব্যয়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৫,২৩,১৯০ যা ঘোষণা করা হয় ১৩ জুন ২০১৯ ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল [1]

সর্বশেষ বাজেট ২০১৯-২০

২০১৯-২০ অর্থবৎসরের বাজেট ৩০ জুন ২০১৯ খ্রিঃ তারিখে ঘোষণা করা হয়। এতে ব্যয়ের লক্ষ্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। রাজস্ব আয়ের লক্ষ্য ২ লাখ ৪২ হাজার ৭৪২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের প্রাক্কলন ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। [3]

জাতীয় সংসদে বাজেট পেশ কালে অর্থমন্ত্রী অবহিত করেন যে ২০১৯-২০ অর্থবৎসরে মুদ্রাস্ফীতির প্রাক্কলন ৫.৫ শতাংশ এবং জাতীয় অর্থনীতির (জিডিপি) প্রবৃদ্ধির বাৎসরিক হার দাঁড়াবে ৮.২ শতাংশ।[4]

আরও পড়ুন

  • Higgs, Robert (২০০৮)। "Government Growth"David R. Henderson (ed.)। Concise Encyclopedia of Economics (2nd সংস্করণ)। Indianapolis: Library of Economics and Libertyআইএসবিএন 978-0865976658। ওসিএলসি 237794267
  • Seater, John J. (২০০৮)। "Government Debt and Deficits"David R. Henderson (ed.)। Concise Encyclopedia of Economics (2nd সংস্করণ)। Indianapolis: Library of Economics and Libertyআইএসবিএন 978-0865976658। ওসিএলসি 237794267

তথ্যসূত্র

  1. এক নজরে বাজেট ঘোষণার তারিখ ও ঘোষক। এক নজরে বাজেট ঘোষণার তারিখ ও ঘোষক। প্রফেসর’স প্রকাশন। পৃষ্ঠা ২১৬।
  2. Tk 5,23,190cr budget passed in JS
  3. ঘাটতি মোকাবিলা ও বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ-বাজেট ২০১৯-২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.