জাতীয় প্রধান বিশ্ববিদ্যালয়সমূহ (চীন)
জাতীয় প্রধান বিশ্ববিদ্যালয়সমূহ (চীনা: 国家重点大学) গণচীনের প্রাক্তণ এক আলোচিত বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের প্রচলন নেই। ১৯৫৯ সালে চীনা সরকার ১৬টি জাতীয় প্রধান বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে, যাদের মধ্যে অন্যতম হল রেনমিন বিশ্ববিদ্যালয়, বেইজিং বা পিকিং বিশ্ববিদ্যালয়, সিংগহুয়া বিশ্ববিদ্যালয়, ফুদান বিশ্ববিদ্যালয়, ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না। ১৯৬০ সালে আরও ৪৪টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় যুক্ত হয়। ১৯৭৮ সালে সর্বমোট ৮৮টি বিশ্ববিদ্যালয় এই তালিকাভুক্ত হয়।[1]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- What is the difference between Universities directly under the Ministry of Education and National Key Universities? - চীনা শিক্ষা মন্ত্রণালয়
- zh:中华人民共和国全国重点大学列表 (তালিকা)
- List of Universities directly under the Ministry of Education - চীনা শিক্ষা মন্ত্রণালয়
- National list of key universities -চীনা শিক্ষা অনলাইন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.