জাতিসংঘ পার্ক, খুলনা
জাতিসংঘ পার্ক বাংলাদেশের খুলনা জেলার খুলনা শহরে অবস্থিত একটি শিশু পার্ক। এটি নগরীর খানজাহান আলী সড়কের পাশে অবস্থিত।
জাতিসংঘ পার্ক | |
---|---|
অবস্থান | ![]() |
নিকটবর্তী শহর | খুলনা |
আয়তন | খুলনা জেলা |
নির্মিত | ১৯৯৪ |
পরিচালিত | খুলনা সিটি কর্পোরেশন |
নামকরণ
১৯৯৪ সালে মহানগরী শিশু পার্ক নামে পার্কটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পার্কটির নাম পরিবর্তন করে রাখা হয় জাতিসংঘ পার্ক।[1]
বর্ণনা
পার্কটির পূর্বপার্শ্বের জায়গা দিনে দিনে বেদখল হয়ে গড়ে উঠেছে ধর্মীয় উপাসনালয়, তৈরী হয়েছে পীরের মাজার, বহুতল বিশিষ্ট আরবান হেলথ কেয়ার সেন্টার, সিটি কর্পোরেশনের পানি উত্তোলনের পাম্প হাউজ।[2]
তথ্যসূত্র
- "জাতিসংঘ শিশু পার্ককে মেলা প্রাঙ্গণে পরিণত করার প্রতিবাদে খুলনায় মানববন্ধন"। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- "খুলনার জাতিসংঘ পার্কের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন"। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.