জাগাধ্রি

জাগাধ্রি (ইংরেজি: Jagadhri) ভারতের হরিয়ানা রাজ্যের যমুনানগর জেলার একটি শহর।

জাগাধ্রি
জাগাধ্রি
স্থানাঙ্ক: ৩০.১৭° উত্তর ৭৭.৩° পূর্ব / 30.17; 77.3
জনসংখ্যা (২০০১)
  মোট১,০১,৩০০

ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ৩০.১৭° উত্তর ৭৭.৩° পূর্ব / 30.17; 77.3[1] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ২৬৩ মিটার (৮৬২ ফুট)।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে জাগাধ্রি শহরের জনসংখ্যা হল ১০১,৩০০ জন।[2] এর মধ্যে পুরুষ ৫৫% এবং নারী ৪৫%।

এখানে সাক্ষরতার হার ৭১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৩% এবং নারীদের মধ্যে এই হার ৬৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে জাগাধ্রি এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "Jagadhri"Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.