জলীয় বাষ্প

জলীয় বাষ্প হলো জল বা পানির বায়বীয় রূপ। প্রমাণ চাপে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল বাষ্পে পরিণত হয়। আবার একইভাবে জলীয় বাষ্পের ঘনীভবন সাধিত হলে তা পূর্বাবস্থায় অর্থাৎ তরল অবস্থায় রূপান্তরিত হয়।

জলীয় বাষ্প
পারিভাষিক নাম জলীয় বাষ্প
তরল রূপ জল
কঠিন রূপ বরফ
বৈশিষ্টসমূহ
গলনাঙ্ক ০ °সে
স্ফুটনাঙ্ক ১০০ °সে
specific gas constant 461.5 J/(kg·K)
বাষ্পীভবনে প্রয়োজনীয় তাপ ২.২৭ MJ/kg
আণবিক ওজন ১৮.০২ g/mol
specific heat capacity at constant pressure 1.84 kJ/(kg·K)

জলীয় বাষ্প বর্ণ ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ।

জলীয় বাষ্পের সাধারণ ধর্ম

বাষ্পীভবন

ঘনীভবন

রাসায়নিক বিক্রিয়া

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.