জর্জ ডেভিড বার্কফ
জর্জ ডেভিড বার্কফ (২১ মার্চ ১৮৮৪- ১২ নভেম্বর ১৯৪৪) ছিলেন একজন মার্কিন গণিতবিদ। তিনি গতি ব্যবস্থাসমূহ (dynamical systems) ও আর্গডিক তত্ত্বের (Ergodic theory) উপর গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বার্কফ তার প্রজন্মের গণিতবিদদের মধ্যে নেতৃস্থানীয় ছিলেন এবং তার সময়ে তাকে অনেকেই শ্রেষ্ঠ মার্কিন গণিতবিদ বলে বিবেচনা করতেন।[1]

জর্জ ডেভিড বার্কফ
প্রারম্ভিক জীবন
বার্কফ ১৮৮৪ সালের ২১শে মার্চ মিশিগানের ওভারিসেল শহরতলীতে জন্মগ্রহণ করেন।[2] তার পিতা ডেভিড বার্কফ এবং মাতা জেন গেরট্রুড ডপার্স।[3] গণিতবিদ গ্যারেট বার্কফ (১৯১১-১৯৯৬) তার পুত্র।
তথ্যসূত্র
- মোর্স, মার্স্টন (১৯৪৬)। "George David Birkhoff and his mathematical work"। Bulletin of the American Mathematical Society। ৫২ (5, Part 1): ৩৫৭–৩৯১। doi:10.1090/s0002-9904-1946-08553-5। এমআর 0016341।
- "Former Fellows of The Royal Society of Edinburgh 1783 – 2002" (PDF)। রয়্যাল সোসাইটি অব এডিনবার্গ। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮।
- হকি, টমাস (২০০৯)। The Biographical Encyclopedia of Astronomers। Springer Publishing। আইএসবিএন 978-0-387-31022-0। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৮।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.