জয়নব বিনতে খুযায়মা

জয়নব বিনতে খুযায়মা (আরবি: زينب بنت خزيمة, উম্মু আল মিসকিন , "গরীবদের মা" হিসাবে পরিচিত,[1] জন্ম ৫৯৫[2]) আরবের সুলাইম গোত্রের মেয়ে। তার প্রথম স্বামীর নাম আবদুল্লাহ ইবনে জাহাশ। তিনি তৃতীয় হিজরির শাওয়াল মাসের ৭ তারিখে সংঘটিত উহুদের যুদ্ধে শহিদ হলে আল্লার রাসুল মুহাম্মদ সা. জয়নবকে বিয়ের প্রস্তাব পাঠান। জয়নব প্রস্তাবে সম্মত হলে রাসুল সা. তাকে ৪০০ দিরহাম মোহরানা দিয়ে এ বছরই জিলহজ মাসের শেষদিকে বিয়ে করেন।

তথ্যসূত্র

  1. Lings, Martin, "Muhammad: his life based on the earliest sources", 1983. p. 201.
  2. Awde, Nicholas. "Women in Islam", 2000. p. 10

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.