জয় চৌধুরী
কর্মজীবন
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক জবান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। ২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্র ভালবাসলে দোষ কি তাতে ও হিটম্যান ও ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়। ২০১৫ সালে তার অভিনীত চলচ্চিত্র চিনিবিবি ও আজব প্রেম মুক্তি পায়।[2] ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র অন্তর জ্বালা। চলচ্চিত্রটিতে দুলাল চরিত্রে তার অভিনয় দর্শকদের নিকট প্রশংসিত হয়।[3][4][5]
অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০১০ | এক জবান | ||
২০১৪ | ভালোবাসলে দোষ কি তাতে | ||
২০১৪ | হিটম্যান | শুভ | |
২০১৪ | ক্ষণিকের ভালোবাসা | ||
২০১৫ | চিনিবিবি | ||
২০১৫ | আজব প্রেম | রাতুল | |
২০১৭ | অন্তর জ্বালা |
তথ্যসূত্র
- "জয় চৌধুরীর নায়িকা মাহিয়া মাহি"। চ্যানেল আই। ১৬ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- "চিনিবিবি"। সমকাল। ২৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- "চমকে দিয়েছেন জয়"। কালের কণ্ঠ। ২০ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- "আলোচনায় নতুন নায়ক জয় চৌধুরী"। ইত্তেফাক। ২৬ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
- "প্রশংসিত জয়"। জনকণ্ঠ। ১৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.