জন লায়ন্স (ভাষাবিজ্ঞানী)
স্যার জন লায়ন্স (ইংরেজি: John Lyons) (জন্ম ১৯৩২) একজন ব্রিটিশ ভাষাবিজ্ঞানী। তিনি অর্থবিজ্ঞানের ওপর কাজের জন্য বিখ্যাত।
লায়ন্স ম্যানচেস্টারের সেন্ট বিড্স কলেজ ও ক্যামব্রিজের ক্রাইস্ট্স কলেজে পড়াশোনা করেন। তিনি দ্বিতীয়োক্ত কলেজে ১৯৬১ থেকে ১৯৬৪ পর্যন্ত চাকরি করেন। ১৯৬৪ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি এডিনবরা ও সাসেক্স-এ ভাষাবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেন। এরপর ১৫ বছর যাবৎ ক্যামব্রিজের ট্রিনিটি হলে "মাস্টার" পদে কর্মরত ছিলেন। ২০০০ সালে তিনি অবসর নেন। বর্তমানে তিনি এখন এই বিশ্ববিদ্যালয়ের একজন অনারারি ফেলো। ১৯৮৭ সালে তিনি নাইট উপাধি পান।
লায়ন্সের ভাষাবিজ্ঞান বিষয়ক প্রাথমিক পাঠ্যপুস্তকগুলো সুলিখিত ও বহুল পঠিত।
প্রকাশিত গ্রন্থাবলি
- Structural Semantics (1963)
- Introduction to Theoretical Linguistics (1968)
- Chomsky (1970)
- Semantics (1977)
- Language and Linguistics (1981)
- Language, Meaning and Context (1981)
- Natural Language and Universal Grammar (1991)
- Linguistic Semantics: An introduction (1995)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.