জওহর নবোদয় বিদ্যালয়, চাম্বা

জওহর নবোদয় বিদ্যালয়, চাম্বা বা স্থানীয়ভাবে জেএনভি সরোল নামে পরিচিত ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলার একটি আবাসিক, সহ-শিক্ষামূলক বিদ্যালয়। নবোদয় বিদ্যালয়সমূহ ভারত সরকারের মানব সম্পদ বিকাশ মন্ত্রালয় দ্বারা অর্থায়নপ্রাপ্ত এবং নবোদয় বিদ্যালয় সমিতি দ্বারা পরিচালিত। নবোদয় বিদ্যালয় সমিতি হল একটি আবাসিক বিদ্যালয় ব্যবস্থা, যা মন্ত্রনালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা।[1]

জওহর নবোদয় বিদ্যালয়, চাম্বা
প্রজ্ঞানম্‌ ব্রহ্ম
অবস্থান
সারল, চাম্বা
হিমাচল প্রদেশ, ১৭৬৩১০
 ভারত
স্থানাঙ্ক৩২°৩৪′৪২″ উত্তর ৭৬°০৬′৫০″ পূর্ব
তথ্য
ধরনআবাসিক
প্রতিষ্ঠাকাল১৯৮৭
অধ্যক্ষডি পি শর্মা
কর্মকর্তা১৫
অনুষদ২৫
শ্রেণীষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত
ক্যাম্পাসের আকার১৩.৪ একর
ক্যাম্পাসের ধরনগ্রামাঞ্চল
অন্তর্ভুক্তিকেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ
ওয়েবসাইটwww.jnvchamba.com

ইতিহাস

জওহর নবোদয় বিদ্যালয়, চাম্বা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি জওহর নভোদয় বিদ্যালয়ের একটি অংশ। এই বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চাম্বা জেলার সরোলে অবস্থিত। এই বিদ্যালয়টি নবোদয় বিদ্যালয় সমিতির চন্ডীগড় আঞ্চলিক কার্যালয় দ্বারা পরিচালিত এবং তদারকি করা হয়।[2]

বাছাই প্রক্রিয়া

নবোদয় বিদ্যালয় সমিতি দ্বারা পরিচালিত বাছাই পরীক্ষার মাধ্যমে ষষ্ঠ শ্রেনীতে জেএনভি চাম্বায় ভর্তি করা হয়। পরীক্ষার তথ্য চাম্বা জেলা ম্যাজিস্ট্রেট (কালেক্টর) এর অফিস দ্বারা জেলায় প্রচার ও বিজ্ঞাপন দেওয়া হয়, যিনি বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্বে রয়েছেন।

অন্তর্ভুক্তি

জেএনভি চাম্বা সিবিএসই কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ করে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত, যার অন্তর্ভুক্তি নম্বর ৬৪০০০৫।[3][4]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Navodaya Vidyalaya Smiti"Navodaya Vidyalaya Smiti। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯
  2. "NVS RO Chandigarh - JNVs under Chandigarh Regional Office"NVS Chandigarh। ৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯
  3. "CBSE affiliation details of JNV Chamba"CBSE - Online School Affiliation & Monitoring System। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯
  4. "Jawahar Navodaya Vidyalaya Sarol Distt Chamba Himachal Pradesh"The Learning Point। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৯

বহি‌ঃসংযোগ

টেমপ্লেট:জওহর নবোদয় বিদ্যালয়

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.