ছিন্নমুণ্ডা

ছিন্নমুণ্ডা হলেন একজন বৌদ্ধ দেবী।[1] তার গুণাবলি ও মূর্তিকল্প হিন্দু দেবী ছিন্নমস্তার অনুরূপ। ছিন্নমুণ্ডার প্রতিকৃতিতে প্রায়শই দুই পাশে তার দুই মুণ্ডহীনা ভগিনী মেখলা ও কনখলাকে দেখা যায়। ভারতীয় বৌদ্ধ তান্ত্রিক ধারায় এঁরা ৮৪ জন মহাসিদ্ধার অন্যতম।

দেবী ছিন্নমুণ্ডা এবং তাঁর দুই পাশে মেখলা ও কনখলা

তথ্যসূত্র

  1. Buddhist Goddesses of India। পৃষ্ঠা 404–5।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.