ছদ্মবেশী (বাংলা চলচ্চিত্র)
ছদ্মবেশী ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র । এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায় । ছবিটি পরিচালনা করেন অগ্রদূত ।
ছদ্মবেশী | |
---|---|
পরিচালক | অগ্রদূত |
শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার, মাধবী মুখোপাধ্যায়, জ্যোৎস্না বিশ্বাস, সমিতা বিশ্বাস, শুভেন্দু চট্টোপাধ্যায়, released =১৯৭১ |
দৈর্ঘ্য | মি |
ভাষা | বাংলা |
চরিত্র অভিনেতা
- জ্যোৎস্না বিশ্বাস - বসুধা
- সমিতা বিশ্বাস - লতিকা
- শুভেন্দু চট্টোপাধ্যায় - সুবিমল
- অনুভা গুপ্তা - লাবণ্য
- তরুণ কুমার - বিনয়
- উত্তম কুমার - অবিনাশ / গৌরহরি
- অশোক মিত্র - হরিপদ
- মাধবী মুখোপাধ্যায় - সুলেখা
- জহর রায় - ড্রাইভার
- বিকাশ রায় - প্রশান্ত
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.