চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শহরে অবস্থিত দর্শনা কুষ্টিয়া রেলপথের একটি রেলস্টেশন। এটি জয়নগর ও মোমিনপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্টেশন। এটি বাংলাদেশের সীমান্ত ট্রা্ন্সিজিট পয়েন্ট দর্শনা জাংশন থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তর পূর্বে-এবং কুষ্টিয়া থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। চুয়াডাঙ্গা স্টেশন ১৮৬২ সালে চালু হয়। স্টেশনটি দুটি রেল লাইন ও দুটি প্লাটফরম দ্বারা চুয়াডাঙ্গা শহর ও তার পার্শ্ববর্তী এলাকাকে পরিসেবা প্রদান করে।

ইতিহাস

১৮৬২ সালে দর্শনা-কুষ্টিয়া রেললাইন চালু হলেছিল। একই সাথে চুয়াডাঙ্গা রেলস্টেশনও চালু হয়েছিল।

পরিসেবা

বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ে আন্তনগর ও এক্সপ্রেস উভয় ট্রেন পরিচালনা করে। এ স্টেশন থেকে প্রতিদিন খুলনা রাজশাহী ঢাকা ও চিলাহাটির উদ্দেশ্যে ৮টি ট্রেন ছেড়ে যায়।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.