চিয়াং চিং

চিয়াং চিং (ইংরেজি: Jiang Qing; ১৯ মার্চ ১৯১৪  ১৪ মে ১৯৯১) ছিলেন মাওবাদী কমিউনিস্ট বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক মহীয়সী নেত্রীর নাম। তিনি চিনের কমিউনিস্ট পার্টির সদস্য এবং সেই পার্টির নেতা মাও সে তুং-এর চতুর্থ স্ত্রী এবং পাশ্চাত্যে ম্যাডাম মাও হিসেবে পরিচিত ছিলেন।

চিয়াং চিং
Spouse of the Paramount leader
কাজের মেয়াদ
October 1, 1949  September 9, 1976
উত্তরসূরীHan Zhijun (wife of Hua Guofeng)
Spouse of the President of the People's Republic of China
কাজের মেয়াদ
১ অক্টোবর, ১৯৪৯  ২৭ এপ্রিল, ১৯৫৯
উত্তরসূরীওয়াং গুয়াংমেই
ব্যক্তিগত বিবরণ
জন্মলি শুমেং
১৯ মার্চ, ১৯১৪
ঝুচেং, শাংডং
মৃত্যুমে ১৪, ১৯৯১(1991-05-14) (বয়স ৭৭)
বেইজিং
জাতীয়তাচীনা
রাজনৈতিক দলচীনের কমিউনিস্ট পার্টি
দাম্পত্য সঙ্গীপেই মিংলুন (m.1931)
তাং না (m.1936)
মাও সে তুং (m.1938, wid.1976)
সম্পর্কইউ কিওয়েই (partner)
Zhang Min (partner)
Li Na (daughter)
PenaltyCapital punishment (defer execution for 2 years)→Life imprisonment
চিয়াং চিং
চীনা 江青

পার্টির সদস্য

চিয়াং চিং ১৯৩১ সালে তিনি কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত বামপন্থী নাট্যদলে যোগদান করেন এবং ১৯৩৩ সালে চীনের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৩৩-এর বসন্তে তাকে সাংহাইতে নিয়োগ করা হয়।

বিবাহ ও সন্তান

১৯৩৮ সালের শেষের দিকে চিয়াং চিং–এর সাথে মাও সে তুং-এর বিয়ে হয়। পরবর্তীতে তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে।

ভূমি সংস্কার আন্দোলন ও পার্টির পলিটব্যুরোর সদস্যপদ গ্রহণ

১৯৪৯ সালে চীনা পার্টি ক্ষমতায় এলে কমরেড চিয়াং চিং সাংহাইতে ভূমি সংস্কার কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৯ ও ১৯৭৩ সালে নবম ও দশম কংগ্রেসে পার্টির পলিটব্যুরোর সদস্য নির্বাচিত হন।

সাংস্কৃতিক বিপ্লব

চিয়াং চিং চীনের সাংস্কৃতিক বিপ্লবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ১৯৬৫ সালে পিকিং-এর মেয়র পেং চেং ২৩টি নিবন্ধ প্রকাশ বন্ধ করে দিলে মাও সেতুংয়ের নির্দেশে চিয়াং চিং, চ্যাং চুন চিয়াও ও ইয়াও ওয়েন উয়ান-এর উদ্যোগে লিখিত প্রবন্ধটি সাংহাই থেকে প্রকাশিত হয়। এই ঘটনার আগে পিকিং-এর মেয়র পেং চেং নতুন অপেরা লেকসাইড ভিলেজ-এর পিকিংয়ে প্রদর্শন বন্ধ করে দিলে চিয়াং চিং সেটিকে সাংহাইতে প্রদর্শন করেন।[1]

মৃত্যু

১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর মাও সেতুং-এর মৃত্যুর পর চিয়াং চিংসহ সাংস্কৃতিক বিপ্লবে মাও-এর প্রধান চার সহযোগী নেতৃত্বকে অভিযুক্ত করে বন্দি করে। ১৯৮০-৮১ সালব্যাপী দুই বছরেরও অধিক সময় বিচার চলার পর ১৯৮১ সালে বিচারে চিয়াং চিং-কে মৃত্যুদণ্ড দেয়া হয়। ১৯৮৩ সালে সাজা কমিয়ে সেটিকে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। ১৯৯০ সালের ১৪ মে চিয়াং চিং মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

  1. সমীরণ মজুমদার, চীনের সাংস্কৃতিক বিপ্লব, র‍্যামন পাবলিশার্স, ঢাকা, ফেব্রুয়ারি ২০১০, পৃষ্ঠা-১৭৯

বহিঃসংযোগ

সম্মানজনক পদবীসমূহ
নতুন পদবী গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির পত্নী
১৯৫৪–১৯৫৯
উত্তরসূরী
Wang Guangmei
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.