চিত্তুর রাজস্ব বিভাগ
চিত্তুর রাজস্ব বিভাগ হল ভারতের অন্ধ্র প্রদেশের চিত্তুর জেলার একটি প্রশাসনিক বিভাগ। এটা জেলার ৩ টি অন্যতম রাজস্ব বিভাগ। রাজস্ব বিভাগ ২০ টি মন্ডল নিয়ে গঠিত এবং এর সদর হল চিত্তর। বিভাগে ২ টি পৌরসভা এবং ১ টি পৌর সংস্থা রয়েছে। [1]
চিত্তুর রাজস্ব বিভাগ | |
---|---|
![]() চিত্তুর জেলার চিত্তুর রাজস্ব বিভাগ | |
দেশ | ভারত |
রাজ্য | অন্ধ্রপ্রদেশ |
জেলা | চিত্তুর |
সদর দপ্তর | চিত্তুর |
অধিক্ষেত্র
বিভাগের মন্ডল এবং শহুরে বসতির বিস্তারিত বিবরণ:[1]
মন্ডলের | ব্যাঙ্গারুপালেম, চিত্তর, গঙ্গাধারা নেলোর, গুড়িপালা, ইরালা, কর্ভেটিনগর, নাগরী, নারায়ণভানাম, নিন্দ্রা, পালাসামদ্রম, পেনমুুরু, পুঠালাপট্টু, পাটুর, রামচন্দ্রাপুরাম, শ্রীরাঙ্গারাজপুরম, থাওয়ানামপালে, বাদামলাপাতা, ওয়েদুরুকুপাম, বিজয়পুরম, যাদামারি |
পৌরসংস্থা | চিত্তর |
পৌরসভা | নাগারী, পাটুর |
আরো দেখুন
- অন্ধ্রপ্রদেশ রাজস্ব বিভাগের তালিকা
- অন্ধ্রপ্রদেশের মন্ডলের তালিকা
তথ্যসূত্র
- "District Census Handbook - Chittoor" (PDF)। Census of India। পৃষ্ঠা 22–23। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৬।
বাহ্যিক লিঙ্ক
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.