চিত্ত যেথা ভয়শূন্য (বই)
চিত্ত যেথা ভয়শূন্য শাহ এ এম এস কিবরিয়া রচিত একটি বই, যা ২০০৪ সালে প্রথম প্রকাশিত হয়। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে লিখিত এই বইতে, লেখকের সম্পাদিত সাপ্তাহিক মৃদুভাষণে প্রকাশিত কলামসমূহের সংকলিত রূপ। এতে পাঁচটি অধ্যায় রয়েছে।
লেখক | শাহ এ এম এস কিবরিয়া |
---|---|
প্রচ্ছদ শিল্পী | আনওয়ার ফারুক |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
ধরন | সংকলন, কলাম লেখা |
প্রকাশিত | ২০০৪ |
প্রকাশক | ইউনিভার্সিটি প্রেস লিমিটেড |
মিডিয়া ধরন | মূদ্রিত গ্রন্থ |
পৃষ্ঠাসংখ্যা | ২৮২ পৃষ্ঠা |
আইএসবিএন | 9-840-50273-5 |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.