চারমূর্তি

চারমূর্তি একটি বাংলা হাস্যরসাত্মক চলচ্চিত্র যার পরিচালক হলেন উমানাথ ভট্টাচার্য।[1] ১৯৭৮ সালে মোক্ষদা ফিল্মস নির্মিত এই ছবিটি নারায়ন গঙ্গোপাধ্যায়েটেনিদা কাহিনী চারমূর্তি'র ওপর ভিত্তি করে তৈরী। এই সিনেমায় টেনিদার ভূমিকায় অভিনয় করেন চিন্ময় রায়[2][3]

কাহিনী

পরীক্ষার শেষে টেনিদা ও তার তিন শাগরেদ ক্যাবলা প্যালা হাবুল সকলে মিলে বেড়াতে যায় ঝন্টিপাহাড়ী। রামগড়ের কাছে পাহাড় জংগলে ঘেরা ঝন্টিপাহাড়ীতে একটি বাংলো কিনেছেন ক্যাবলার পিসেমশাই। সেখানে নাকি ভুতের উৎপাত। ট্রেনে যাওয়ার সময় টেনিদা বাহিনীর সাথে ঝামেলা বেঁধে যায় সাধু ঘুটঘুটানন্দ ও তার বিশালদেহী চ্যালা গজেশ্বরের সাথে। তাদের হাত থেকে পালিয়ে শেষ পর্যন্ত ঝন্টিপাহাড়ী বাংলোতে পৌঁছায় টেনিদারা। সেখানে চাকর ঝন্টুরাম বদখত চেহারার হলেও যত্ন আত্বি করে তাদের। রাত্রে বাড়িটিতে ভুতুড়ে কান্ডকারখানা দেখে চারজনেই আতঙ্কিত হয়ে পড়ে। ক্যাবলা সবার আগে বুঝতে পারে ভুতের নাম করে এখানে কিছু লোক ভয় দেখাচ্ছে। তাদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে। এদিকে জঙ্গলে ঘুরতে ঘুরতে প্যালা আবিষ্কার করে ফেলে এক গোপন সুড়ঙ্গের যার ভেতরেই অপরাধীদের আস্তানা।

অভিনয়

তথ্যসূত্র

  1. "'Charmurti' (1978) - Bengali cinema's all-time greatest comedy films"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১০
  2. "নতুন টেনিদা কাঞ্চন"। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯
  3. "এবার কম্বল খুঁজবেন টেনিদা"। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.