চানাক্কালে ১৯১৫
ক্যানাক্কালে ১৯১৫ (ইংরেজি: Galiopoli 1915) ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি ঐতিহাসিক তুর্কি এ্যাকশন থ্রিলার এপিক চলচ্চিত্র যেটির চিত্রনাট্য লিখেছেন তুরগুত ওজাকমান এবং পরিচালনা করেছেন ইয়াসিম সেজগিন| ১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে সংঘটিত গ্যালিপলির যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে তৎকালীন রাজনৈতিক ও যুদ্ধ পরিস্থিতি পর্যায়ক্রমিক ভাবে তুলে ধরা হয়েছে|
চানাক্কালে ১৯১৫ | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | ইয়েসিম সেজগিন |
চিত্রনাট্যকার | তুরগুত ওজাকমান |
উৎস | তুরগুত ওজাকমান কর্তৃক উপন্যাস: দিরিলিস: চানাক্কেলে ১৯১৫ |
শ্রেষ্ঠাংশে | সেভকেত কোরুহ বারিস চেকমাক |
সুরকার | ক্যান আতিল্লা |
চিত্রগ্রাহক |
|
সম্পাদক | ভেনেসা টেইলর |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | তিগলোন ফিল্ম |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১২৮ minutes[1] |
দেশ | তুরস্ক |
ভাষা | তুর্কি |
নির্মাণব্যয় | $ ৫ মিলিয়ন মার্কিন ডলার |
আয় | ![]() |
ছবিটিতে অভিনয় করেছেন তুর্কী অভিনেতা বারান আকবুলুত, আলি আহসান দুরু প্রমুখ|
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.