চাচা চৌধুরী

চাচা চৌধুরী অথবা চাঁচাঁ চৌধুরী হল ভারতের ডায়মন্ড কমিক্স কর্তৃক প্রকাশিত একটি বহুল জনপ্রিয় কার্টুন কমিক বই, যার নির্মাতা হলেন কার্টুনিস্ট প্রাণ[1][2] কমিক্সের মূল চরিত্র "চাঁচাঁ চৌধুরী" নামে এক প্রবীণ ব্যক্তি যিনি তার প্রখর ও ক্ষুরধার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করেন।[3] সাথে আছে তার সঙ্গী সাবু, ১২ ফুট লম্বা এক বলশালী যুবক, তার সহধর্মিনী, তার ভাই চাজ্জু চৌধুরী, কুকুর রকেট, শত্রু গব্বর সিং এবং আরও অনেকে। এছাড়াও ডায়মন্ড কমিকসের আরো দুটি চরিত্র বিল্লু ও পিংকির সাথেও দেখা যায় তাকে। ইংরেজী, হিন্দি এবং বাংলা সহ ভারতের দশটি ভাষায় প্রকাশিত এ কমিকসটি বিশ্বব্যাপী এ পর্যন্ত প্রায় এক কোটি কপি বিক্রীত হয়েছে।

চাচা চোধুরী
চাচা চৌধুরীর সাথে তার কুকুর রকেট
প্রকাশনার তথ্য
প্রকাশকডায়মন্ড কমিক্স
ফরম্যাটঅবিরাম
প্রকাশনার তারিখ১৯৭১
প্রধান চরিত্র(সমূহ)
  • চাচা চৌধুরী
  • সাবু
  • রকেট
সৃজনশীল দল
লেখক(সমূহ)প্রাণ কুমার শর্মা
চিত্রকার(সমূহ)সৈয়দ নাহিদ মিয়া

তথ্যসূত্র

  1. "প্রাণ কুমার শর্মা: ভারতীয় কমিক্সের যুগান্তকারী স্রষ্টা"টুনস ম্যাগ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪
  2. Pilcher, Tim; Brad Brooks (২০০৫)। The Essential Guide to World Comics। Collins & Brown। আইএসবিএন 978-1-84340-300-5। ওসিএলসি 61302672
  3. "Raghubir Yadav interview on Rediff"

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.