চরকি (অনুসন্ধান ইঞ্জিন)
চরকি বাংলাদেশে তৈরি একটি অনুসন্ধান ইঞ্জিন, যার প্রধান লক্ষ্য বাংলাদেশের মানুষের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী তথ্য দেয়া।
সাইটের প্রকার | ওয়েব অনুসন্ধান ইঞ্জিন |
---|---|
উপলব্ধ | বাংলা ও ইংরেজী ভাষায় |
মালিক | চরকি লিমিটেড |
আয় | বিজ্ঞাপন |
স্লোগান | অনুসন্ধান বাংলাদেশ[1] |
ওয়েবসাইট | www |
বাণিজ্যিক | হ্যাঁ |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | ১ মার্চ ২০১৫[2] |
বর্তমান অবস্থা | নিষ্ক্রিয় |
সুবিধা
চরকি বাংলাদেশের প্রথম অনুসন্ধান ইঞ্জিন যা পণ্য অনুসন্ধান করতে পারে।[2] এটি ওয়েব অনুসন্ধানের পাশাপাশি পণ্য, খবর এবং খাবার সম্পর্কে তথ্য অনুসন্ধানের সুবিধা দেয়। বাংলা ভাষা নিয়ে প্রতিনিয়ত গবেষণা করাও চরকির একটি বড় লক্ষ্য। বাংলা ও ইংরেজি শব্দের মধ্যে পার্থক্য দূর করতে দুই ভাষার জন্য একই ফলাফল দেখানোর পাশাপাশি সংবাদ খোঁজার ক্ষেত্রে ৩০টির বেশি সংবাদভিত্তিক ওয়েবসাইট থেকে প্রায় চার লাখ সংবাদ ও নিবন্ধ এখন চরকি অনুসন্ধান ইঞ্জিনে পাওয়া যাচ্ছে এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
তথ্যসূত্র
- "বাংলাদেশের আরেকটি সার্চ ইঞ্জিন 'চরকি'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫।
- "চরকি: স্রেফ আরেকটি সার্চ ইঞ্জিন নয়"। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫।
বহিঃসংযোগ

This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.