চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ (সংক্ষেপে চবিক) চট্টগ্রামে অবস্থিত একটি আধা-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত এবং উক্ত বিশ্ববিদ্যালয় দ্বারা এটি পরিচালিত হয়। নিম্ন শাখাটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় নিয়ে গঠিত যা বিশ্ববিদ্যালয় স্কুল নামে বেশ পরিচিত। উচ্চ শাখাটি হলো কলেজ শাখা যা বিশ্ববিদ্যালয় কলেজ নামে সুপরিচিত। প্রতিষ্ঠানটিতে ভর্তির ক্ষেত্রে উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তান ও পোষ্যদের জন্য অধিকাংশ আসন সংরক্ষিত থাকে। এছাড়া কিছু সংখ্যক আসনে ফতেপুর ইউনিয়নের স্থায়ী অধিবাসীদের সন্তানরা ভর্তির সুযোগ পায়। বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটির গৌরবময় ইতিহাস রয়েছে। বর্তমান সময়ের স্বনামধন্য বহু ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ
অবস্থান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তর ক্যাম্পাস
চট্টগ্রাম, ৪৩৩১
বাংলাদেশ
স্থানাঙ্ক২২.৪৭১০° উত্তর ৯১.৭৯৩৪° পূর্ব / 22.4710; 91.7934
তথ্য
বিদ্যালয়ের ধরনআধা-সরকারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক
প্রতিষ্ঠাকাল১৯৭৪ (1974)
বিদ্যালয় বোর্ডচট্টগ্রাম বোর্ড
বিদ্যালয় জেলাচট্টগ্রাম
অধ্যক্ষফজলুল হক
শিক্ষকমণ্ডলী৫৭
লিঙ্গছেলে, মেয়ে
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ১৫০০
শ্রেণী১-১২
শিক্ষাদানের মাধ্যমএস এস সি, এইচ এস সি
ভাষাবাংলা
বিদ্যালয়ের কার্যসময়সকাল নয়টা-বিকাল তিনটা
শ্রেণীকক্ষ৩০ টি
ক্যাম্পাসইংরেজি 'I' অক্ষরের ন্যায়
ক্যাম্পাসের ধরনশান্ত, সুন্দর
রঙসাদা এবং নেভি ব্লু
প্রকাশনাকাকলি
প্রতিষ্ঠানটির বারান্দা

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.